মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসর এখনও মানতে পারেন না সুজন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অবসরের সিদ্ধান্ত প্লেয়ারের ওপরই ছেড়ে দেয়া উচিত: আকরাম
৫ মার্চ ২৫
টেস্ট দলের আশেপাশে ছিলেন না প্রায় এক বছরের বেশি সময়। তবুও হুট করেই জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সাদা পোশাকের দলে ডাক পড়ে তার। ফেরার ম্যাচে হারারেতে খেলেছিলেন অপরাজিত ১৫০ রানের ইনিংস। এমন রঙিন প্রত্যাবর্তনের ম্যাচেই টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন সিদ্ধান্ত হৈচৈ ফেলে দেয় বাংলাদেশের ক্রিকেটে।
মাহমুদউল্লাহর আচমকা অবসর অনেকেই সেই সময় মেনে নিতে পারেননি। এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও অবাক হয়েছিলেন। ২০২১ সালে মাহমুদউল্লাহর অবসর নেয়ার সিদ্ধান্ত এখনও মানতে পারেন না খালেদ মাহমুদ সুজন। দুর্দান্ত ঢাকার প্রধান কোচ মনে করেন, মাহমুদউল্লাহর এখনও টেস্ট খেলার সামর্থ্য আছে।
সুজন বলেন, ‘আমি তো সবসময়ই বলি, মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে সেটা আমি কোনভাবেই, এখনো মানতে পারি না। আমি এখনো মনে করি ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার। হয়তো ব্যক্তিগত কারণে বা বয়সও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, সে জন্য সাদা বলের দিকে মনোযোগী হচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। তবে এটা রিয়াদের সিদ্ধান্ত।’

বিপিএলের এবারের আসরে ফিনিশার হিসেবে বেশ ছন্দেই আছেন মাহমুদউল্লাহ। দারুণ ব্যাটিং করতে থাকা মাহমুদউল্লাহ বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই ২০২২ সালের সেপ্টেম্বর থেকে। যদিও চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ‘অটোচয়েস’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইফতিকে বলে রেখেছিলাম নিয়মিত বল করতে হবে: সুজন
৩ মার্চ ২৫
সুজনও মনে করেন, মাহমুদউল্লাহ যে ছন্দে আছে তাতে করে তার জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো খেলোয়াড় নেই। তিনি বলেন, ‘তার (মাহমুদউল্লাহ) যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোন খেলোয়াড় নেই। অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে। ’
বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩৪.৬৬ গড় ও ১৬৫.০৭ স্ট্রাইক রেটে ১০৪ রান করেছেন মাহমুদউল্লাহ। যেখানে সবশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুইশোর বেশি স্ট্রাইক রেটে খেলেছেন ২৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস। সুজনের বিশ্বাস, মাহমুদউল্লাহর ইনিংসটি তরুণদের অনুপ্রেরণা জোগাবে।
সুজন বলেন, ‘শেষ ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করল, সেটা অনেকের জন্য অনুপ্রেরণা জোগাবে, বিশেষ করে তরুণদের জন্য। ডেথে গিয়ে এরকম ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা, দারুণ। এভাবে আমরা যদি খেলতে পারি। আমরা দেশের ছেলেদের পারফরম্যান্স দেখিনি তা কিন্তু নয়। আমি অনেককে দেখেছি, জুনিয়র তামিম কিছু ম্যাচে ভালো ব্যাটিং করেছে। হৃদয় করেছে। অন্যরাও অনেকে, দিপু ভালো করেছে। আমাদের নাঈমও দুটি ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে।’