promotional_ad

যাওয়ার আগে ‘মোটিভেশনাল মেসেজ’ দিয়ে গেছেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট

২৮ ডিসেম্বর ২৪
২০২০ সালে মিরপুরের একাডেমি মাঠে রানিং করছিলেন মাশরাফি বিন মুর্তজা

বিপিএলের এবারের আসরে খেলবেন না এমন গুঞ্জনের মাঝে মাশরাফি বিন মুর্তজার কাঁধে নেতৃত্বভার তুলে দেয় সিলেট স্ট্রাইকার্স। গত মৌসুমে চমক দেখালেও এবার ছন্দ খুঁজে পাচ্ছে না তারা। নিজেদের খেলা প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে গতবারের রানার্সাআপরা। টানা হারে যখন বাদ পড়ার শঙ্কা সিলেট তখন বিপিএল ছেড়েছেন মাশরাফি।


কদিন আগে বাংলাদেশ সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন সিলেটের অধিনায়ক। সংসদ অধিবেশন শুরু হয়ে যাওয়ায় রাজনৈতিক দায়িত্ব পালনে বিপিএল থেকে বিরতি নিয়েছেন মাশরাফি। তাতে করে বড় ধাক্কা খেয়েছে সিলেট। রেজাউর রহমান রাজার কাছে জানতে চাওয়া হয়েছিল যাওয়ার আগে মাশরাফি কোনো বার্তা দিয়েছেন কিনা।



promotional_ad

এমন প্রশ্নের জবাবে রাজা বলেন, ‘অবশ্যই মাশরাফি ভাই যেহেতু আমাদের অধিনায়ক ছিলেন, যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গেছেন। এমন ক্রিকেটে হতেই পারে। আর যেহেতু সাত ম্যাচ বাকি, আমাদের ম্যাচ বাই ম্যাচ ফোকাস করাটা আসলে জরুরি।’


নাজমুল হোসেন শান্ত থাকার পরও মাশরাফির ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ মিঠুনকে। বাজে ফর্মের কারণে গত ম্যাচে বাদ পড়লেও মাশরাফি চলে যাওয়ায় সিলেটের অধিনায়কের দায়িত্ব পড়েছে তার কাঁধে। তাতে করে সিলেটের শেষ সাত ম্যাচে অধিনায়ক হিসেবে থাকবেন মিঠুন।


নতুন দায়িত্ব পেয়ে মিঠুন কিছু বলে কিনা এমনটা জানতে চাওয়া হলে রাজা বলেন, ‘এখনও পর্যন্ত উনার সঙ্গে আমাদের বসা হয় নাই। মাশরাফি ভাই গতকাল মনে হয় গেছেন। তো মিথুন ভাইয়ের সঙ্গে মিলে সবাই আজকে অনুশীলন করেছে। টিম মিটিংয়ে হয়তোবা আমাদের কথাবার্তা হবে।’



গত মৌসুমে ফাইনাল খেললেও এবার এখনও জয়ের মুখ দেখেনি সিলেট। নিজেদের ঘরের মাঠে আরও দুটি ম্যাচ খেলবে তারা। যেখানে ২ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকা এবং পরদিন সিলেট খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। যেখানে হারলেই সবার আগে বিপিএল থেকে বাদ পড়তে পারে সিলেট। যদিও এসব না ভেবে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান রাজা।


ডানহাতি এই পেসার বলেন, ‘আমাদের যে পাঁচটা ম্যাচ গেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামছি। দুর্ভাগ্যবশত হয় নাই। আমাদের অবশ্যই আশা থাকবে, আগামীকাল আমরা জয়ের জন্য নামবো। মাঠে যদি ভালো খেলতে পারি, তাহলে আমরা জিতব আশা করি। খেলাধুলায় হার জিত থাকবেই, পাঁচ ম্যাচের পাঁচটা হেরেছি, মানসিকভাবে আমরা আসলে ওরকম চিন্তা করছি না। আরও সাতটা ম্যাচ বাকি। চেষ্টা থাকবে আমরা যেন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball