ইংল্যান্ডের একাদশে অ্যান্ডারসন, অভিষেক বশিরের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি, ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
১৪ জানুয়ারি ২৫
শুক্রবার থেকে বিশাখাপত্তমে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টকে সামনে রেখে নিজেদের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেটে বোর্ড (ইসিবি)। একাদশে নেই জ্যাক লিচ।
হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান লিচ। সেই টেস্টে একটানা বোলিংও করতে পারেননি এই স্পিনার। যার কারণে এগিয়ে আসতে হয় ইংল্যান্ডের 'অকেশনাল স্পিনার' জো রুটকে।

দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডে?? জয়ে ভালোভাবেই অবদান রাখেন রুট। সাথে অভিষিক্ত স্পিনার টম হার্টলি এবং রেহান আহমেদ হাল ধরলে বিপদ কেটে যায় ইংল্যান্ডের। হার্টলি শেষ ইনিংসে সাত উইকেট নিলে সহজেই হায়দরাবাদ টেস্ট জিতে ইংলিশরা।
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
লিচ না থাকায় অভিষেক হতে যাচ্ছে শোয়েব বশিরের। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে দেরি হয়েছে এই স্পিনারের। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তাকে সময়মত ভিসা দেনি ভারত। যার কারণে ইতোমধ্যেই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
এদিকে গত টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলেননি জেমস অ্যান্ডারসন। বর্ষীয়ান এই পেসার এই ম্যাচে দলে ফিরেছেন। হায়দরাবাদের দলের একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন মার্ক উড। কিন্তু সেই ম্যাচে উইকেট পাননি তিনি। এবার অ্যান্ডারসনকে ফেরাতে বাধ্য হয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।