মেজর লিগ ক্রিকেটে কোচিংয়ের প্রস্তাব পেলেন পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং
২২ ফেব্রুয়ারি ২৫
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) কোচিং করানোর প্রস্তাব পেলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়াকে দুবার ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে এমএলসি কোচিংয়ের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন ফিডম।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে আছেন পন্টিং। এর পাশাপাশি ধারাভাষ্যেও যুক্ত আছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। আসন্ন আইপিএলে দিল্লি শিবিরে ব্যস্ত সময় পার করবেন তিনি।

মে তে আইপিএল শেষ হওয়ার পর জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে দেখা যাবে পন্টিংকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবশ্য অন্য কিছুতে ব্যস্ত থাকবেন না পন্টিং। সেক্ষেত্রে এমএলসিতে কোচিং করানোর প্রস্তাবটি লুফে নিতে পারেন তিনি।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
পন্টিং বলেন, 'এটা নিয়ে কিছুটা আলাপ হয়েছে। আমি এখনও কোথাও চুক্তিবদ্ধ হইনি, শুধু কথাই হয়েছে। বছরের যে সময়টায় এমএলসি হয়, তখন আমি ফ্রি থাকি। আর কয়েক সপ্তাহ পরই আইপিএল শুরু হবে, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ, এরপরই এমএলসি শুরু হবে।'
এমএলসিতে কোচিং করালে বছরে বড় একটা সময় জুড়ে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে পন্টিংকে। সেক্ষেত্রে পরিবারকে পুরোপুরি সময়ও দিতে পারবেন না এই অস্ট্রেলিয়ান। এটা নিয়েই ভাবছেন পন্টিং।
তিনি আরও বলেন, 'এই প্রস্তাব গ্রহণ করলে বছরে বড় একটা সময় আমার বাইরে (দেশের) থাকতে হবে। কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমার কাজ করতে হবে। আমি কোচিং করাতে পছন্দ করি। গত ৬-৭ বছর আইপিএলে সময় দিতে উপভোগ করছি।'