এখনও সব শেষ হয়ে যায়নি: হাওয়েল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫
বেনি হাওয়েলের অলরাউন্ড নৈপুণ্যের পরও জিততে পারল না সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে একটানা পাঁচ ম্যাচ হারল মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য টানা পাঁচ হারেও সবকিছুর 'শেষ' দেখছেন না হাওয়েল।
টানা চার হারের পর ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমেছিল সিলেট। যদিও ফরচুনের বিপক্ষে ভাগ্য বদলাতে পারেনি তারা। ম্যাচে মাত্র ২১ রান খরচায় তিন উইকেট নেন দলটির স্লোয়ার বিশেষজ্ঞ হাওয়েল।

আর ব্যাট হাতে খেলেন ১৯ বলে ২৪ রানের দারুণ এক ইনিংস। তার পাশাপাশি উইকেটরক্ষক জাকির হাসান খেলেন ৩৪ বলে ৪৬ রানের কার্যকরি একটি ইনিংস। তবুও ১৮৭ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১৩৭ রানে অল আউট হয় সিলেট।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন হাওয়েল, 'হ্যাঁ অবশ্যই (এক জয় পরিস্থিতি বদলে দেবে)… আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা অবশ্যই হতাশ। অবশ্যই টানা পাঁচ ম্যাচ হারতে চাইনি। কেউই তা চায় না। আমরা এখন ঘুরে দাঁড়াতে চাই। আমাদের শুধু পরিকল্পনাটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হবে।'
'আমরা অবশ্যই পাঁচ ম্যাচে পাঁচটি হারতে চাইনি। এটি আদর্শ কিছু নয়। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। বিভিন্ন ম্যাচে আমরা যেসব জিনিস ঠিক করছি, সেগুলো সব একই ম্যাচে করতে হবে আমাদের। আশা করি, পরের ম্যাচেই আমরা সেটি করতে পারব। সামনের কথাই এখন ভাবতে হবে।'
বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারপরের দিন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট। সেই ম্যাচের মাধ্যমে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।