promotional_ad

জাকেরের শেষের ঝড়ের পরও হারল কুমিল্লা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

ম্যাচ জিততে শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ছিল ২৯ রান। কঠিন সমীকরণ অবশ্য মেলাতে পারেননি বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটাররা। সাকিব আল হাসানের ওভারের শেষ ৪ বলে ১৮ রান এনে দেন জাকের আলী অনিক। তবুও জয় পাওয়া হয়নি কুমিল্লার। লিটন দাসের কুমিল্লাকে ৮ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো রংপুর রাইডার্স।


ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিটন দাসের। এবারের বিপিএলে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কুমিল্লার অধিনায়ক। আজমতউল্লাহ ওমরজাইয়ের গুড লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার ফিরেছেন গোল্ডেন ডাক মেরে।


লিটন ফেরার পর জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তারা ‍দুজনে মিলে কুমিল্লাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। যেখানে রিজওয়ানের চেয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন মাহিদুল। তাদের দুজনেরজমে ওঠা জুটি ভাঙেন মোহাম্মদ নবি। ডানহাতি এই অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন ১৭ রান করা রিজওয়ান।


পাকিস্তানের এই ব্যাটারের বিদায়ে ভাঙে মাহিদুলের সঙ্গে তার ৫৯ রানের জুটি। এদিকে প্রথম ম্যাচে একাদশে থাকলেও পরের ম্যাচেগুলোতে বাদ পড়েন মাহিদুল। ছন্দে থাকা ইমরুল কায়েসের চোটে অবশ্য রংপুরের বিপক্ষে সুযোগ মেলে তার। সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহিদুল। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন তিনি। যদিও তাকে ইনিংস আর বেশি বড় করতে দেননি হাসান মাহমুদ।



promotional_ad

রানের চাপে ডানহাতি এই পেসারের বলে লং অনের উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় হওয়ায় বাবর আজমের হাতে ধরা পড়েন ৬৩ রানের ইনিংস খেলা অঙ্কন। এদিকে ঝড় তোলার চেষ্টায় থাকায় খুশদিল শাহকে ২ ছক্কার পরই বিদায় করেছেন ওমরজাই। ডানহাতি এই পেসারের বলে ফজলে রাব্বিকে ক্যাচ দিয়েছেন ১৩ রান করা খুশদিল।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি দলটি। তানভির ইসলামের অফ স্টাম্পের অনেক বাইরের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের স্টাম্পিং হয়েছেন ১২ বলে ১৪ রান করা ব্র্যান্ডন কিং। ফলে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। এরপর ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে রংপুরের ইনিংস টেনেছেন বাবর আজম।


তার সামনে হাতছানি দিচ্ছিল হাফ সেঞ্চুরি। খুশদিল শাহর লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৩৬ বলে ৩৭ রান করা বাবর। একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন ফজলে মাহমুদ রাব্বি। তিনি মুস্তাফিজুর রহমানের বলে ডিপে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২১ বলে ৩০ রান করে। আক্রমণাত্বক ব্যাটিং করতে চেয়েও সেটা পারেননি শামীম হোসেন পাটোয়ারী। 


রেইমন রেইফারের স্লোয়ার ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে চাইলেও আউট হয়েছেন লং অফে লিটন দাসকে ক্যাচ দিয়ে। শামীমের ব্যাট থেকে এসেছে ১৪ রান। এরপর উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন মোহাম্মদ নবি। রেমন্ড রেইফারকে ১৯তম ওভারে প্রথম দুই বলে একটি করে চার ও ছক্কা মেরেছিলেন নবি।


তৃতীয় বলে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১৩ রান করা নবি। শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে দেড়শো পাড় করে রংপুর। কুমিল্লার হয়ে দুটি উইকেট নিয়েছেন রেইফার। একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ, তানভীর এবং খুশদিল।



সংক্ষিপ্ত স্কোর-


রংপুর রাইডার্স-  ১৬৫/৫ (২০ ওভার) (বাবর ৩৭, রাব্বি ৩০, ওমরজাই ৩৬*, সোহান ১৫*; রেইফার ২/২০, খুশদিল ১/২৫)


কুমিল্লা ভিক্টোরিয়ান্স-  ১৫৭/৬ (২০ ওভার) (লিটন ০, রিজওয়ান ১৭, মাহিদুল ৬৩, হৃদয় ৩৯, খুশদিল ১৩, জাকের ১৮*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball