সিলেটের টানা ৪ হার, ব্যাটারদের দায় দেখছেন জাকির

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুঃস্বপ্নের মতো সময় কাটাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এরই মধ্যে ৪ ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি মাশরাফি বিন মুর্তজার দল। উল্টো প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে।
সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩৭ রান করেও তারা হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। ব্যাট হাতে এই ম্যাচেও ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ আর জাকির হাসান ২৬ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন।
শেষদিকে রায়ান বার্লের ২৬ বলে ৩১ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। তবে নিষ্প্রভ বোলিংয়ে জিততে ব্যর্থ হয়েছে সিলেট। ম্যাচ শেষে ব্যাটারদেরই দায় দিয়েছেন জাকির। তিনি শেষ ম্যাচের উদাহরণ টেনে বলেছেন বোলাররা ভালো বল করলেও তারা জিততে পারেননি। এ কারণেই পেছনে পড়ে যেতে হচ্ছে তাদের।

এ প্রসঙ্গে জাকির বলেন, 'কিছুটা বলতে পারেন (কোনো কিছু কাজে লাগছে না)। ব্যাটিংয়ে আ???রা ভালো স্কোর দিতে পারিনি। আজকে লাস্ট ম্যাচে বোলাররা ভালো বল করেছিল কিন্তু আমরা ওটা চেজও করতে পারিনি। হয়ত দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, অপশন আছে। সামনের ম্যাচ থেকে কামব্যাক করতে পারব।'
চারটি ম্যাচ হয়ে গেলেও এখনো সেরা একাদশ বেঁছে নিতে পারেনি সিলেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল সিলেট। তবে কাজে লাগানি সেটাও। চট্টগ্রামের বিপক্ষে একাদশ থেকে বাদ দেয়া হয় ইয়াসির আলী রাব্বিকে। তার বদলি হিসেবে খেলেছেন আরিফুল হক। তিনিও পার্থক্য গড়ে দিতে পারেননি।
জাকির মনে করেন এমন হারের ধারায় থাকলে সেরা একাদশ দাঁড় করানোই কঠিন। জাকিরের ভাষ্য, 'কিছুটা বলতে পারেন। এরকম যখন হারতে থাকেন তখন বেস্ট ইলিভেন সেট করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কি হয়।'
গত বিপিএলের রানার্স আপ দল ছিল সিলেট। এবার তারা পয়েন্ট টেবিলের তলানিতে। গত আসরে সিলেটের দারুণ পারফরম্যান্সের মূলে ছিল নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের ধারাবাহিক পারফরম্যান্স। তবে এ বছর হৃদয় পাড়ি জমিয়েছেন কুমিল্লায়, মুশফিক বরিশালে।
তাদের অপূর্ণতা পূরণ করতে পারছেন না মিঠুন-রাব্বিরা। জাকির জানালে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তারা। সিলেটের এই ব্যাটারের ভাষ্য, 'আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনই সুখের না। সিলেটে আমাদের হোম , গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে।'