promotional_ad

সাকিব-তামিমের সাক্ষাৎ শেষে বোর্ডে যাচ্ছে তদন্ত কমিটির রিপোর্ট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন

৬ মার্চ ২৫
মোহামেডানের জয়ের নায়ক মাহিদুল ইসলাম অঙ্কন  ও তাওহীদ হৃদয়কে অভিবাদন জানাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। টাইগারদের ব্যর্থতা মূল্যায়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ কমিটি গঠন করেছিল। তারা বেশ কয়েক দফায় বিভিন্ন ক্রিকেটার ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছেন। বাকি ছিলেন শুধু অধিনায়ক সাকিব আল হাসান।


সোমবার সাকিবের সঙ্গেও বৈঠক সেরেছে তদন্ত কমিটি। এমনকি বিশ্বকাপের আগে দল থেকে নাম সরিয়ে নেয়া তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন তারা। সিলেটে তাদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ জানিয়েছেন তাদের কাজ প্রায় শেষ। দ্রুতই তারা রিপোর্ট জমা দেবেন বোর্ডে।


এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই ক্রিকেট বোর্ডকে জমা দেবো। যেহেতু আমরা পেয়েছি ওদের দুজনকেই, সেজন্য সকালে এসে ওদের সঙ্গে কথা বলে এখন চলে যাচ্ছি।'



promotional_ad

তদন্তে অনেক বিষয়ই উঠে এসেছে বলে জানিয়েছেন সিরাজ। তবে সব কিছু মিডিয়ায় প্রকাশ করার মতো না তাই কিছু গোপনীয়তা রাখছেন তারা। এই তদন্তে উঠে এসেছে সাকিব-তামিমের দ্বন্দ্বের বিষয়টিও। তবে এটা সরাসরি দ্বন্দ্ব বলতে নারাজ সিরাজ। তিনি মনে করেন সব কিছুই সমাধান যোগ্য। তাই আলোচনা করে সমাধানের পক্ষেই তারা রায় দেবেন।


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

তিনি বলেন, 'এগুলো তো মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না। আমার মনে হয় না আমি বলতে পারবো। কারণ এটা খুবই কনফিডেনশিয়াল। যখন সময় আসবে তখন দেখতে পারবেন আপনারা, জনগণও দেখতে পাবে। আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি এটাকে ঠিক ওভাবে বিবেচনায় আনছি না। পরিস্থিতিতিতে অনেক কিছু হয়। সবকিছুই পৃথিবীতে সমাধানযোগ্য।'


বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজের মাঝপথে তামিম কেন হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেই ঘটনাও গুরুত্ব পেয়েছে তদন্ত কমিটির কাছে। তামিম বিশ্বকাপের পর থেকেই ছিলেন অনির্দিষ্টকালের বিরতিতে। বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরেছেন এই ওপেনার। তাকেও তাই বিপিএলের মাঝেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।


এদিকে সাকিব সংসদ নির্বাচন ও চোখের চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় তার সঙ্গে বসতে অপেক্ষায় থাকতে হয়েছিল তদন্ত কমিটিকে। সাকিব অবশ্য ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার দিতে চেয়েছিলেন। তবে তদন্ত কমিটি সাকিবের সঙ্গে সরাসরি সাক্ষাতেই কাজটা সারতে চেয়েছিল। অবশেষে সাকিবের সাক্ষাত পাওয়ার পর এখন বাকি সিদ্ধান্ত বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন তারা।



এই প্রসঙ্গে কমিটির প্রধান বলেন, 'আমরা পুরো পর্যালোচনা করতে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে। হয়তো বিশ্বকাপে আশানুরুপ পারফর্ম করতে পারিনি। এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলোই আমরা ফাইন্ডিংসে এনেছি। ভবিষ্যতে যেন এ সমস্যায় পড়তে না পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball