promotional_ad

পোপের সঙ্গে হাত মেলাতে চান দ্রাবিড়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চালকের আসনে বসেও হায়দরাবাদ টেস্ট হেরেছে ভারত। এমন পরাজয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। তার রিভার্স সুইপে ঘরের মাঠেই দিশাহারা হয়ে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। তাই ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস ইনিংস মুগ্ধ করেছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে।


হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংস শেষে ১৯০ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরাহ, অশ্বিনদের তোপের মুখে পরেন জোর রুট, বেন স্টোকসরা। তবে হাল ছাড়েননি পোপ। এক পাশ আগলে রেখেই সফরকারীদের রানের চাকা সচল রাখেন তিনি। এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১৯৬ রান।



promotional_ad

ইনিংস জুড়ে ২১ চারের মার ছিলো পোপের। যেখানে একের পর এক রিভার্স সুইপ শট খেলেছেন তিনি। অবশ্য তার মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটে বুমরাহকে রিভার্স সুইপ খেলতে গিয়েই। তবে বোল্ড হয়ে ফেরার আগে ইতিহাসের অংশ হয়ে যান এই ইংলিশ ব্যাটার। তাই সংবাদ সম্মেলনে পোপকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন দ্রাবিড়।


পোপের রিভার্স সুইপ খেলার দক্ষতা নিয়ে দ্রাবিড় বলেন, ‘আমি অবশ্যই এত ধারাবাহিকভাবে (রিভার্স সুইপ) খেলতে দেখিনি। সুইপ এমন একটি শট, যেটি আমরা আগেও খেলতে দেখেছি। কিন্তু এতটা সময় ধরে এতটা ধারাবাহিকভাবে রিভার্স সুইপ খেলা...তাকে টুপিখোলা অভিনন্দন দিতেই হবে। আমি শুধু তার সঙ্গে হাত মিলিয়ে বলতে চাই, অবিশ্বাস্য রকম ভালো খেলেছ। দারুণ ইনিংস।’


এদিকে সিরিজ শুরুর আগে থেকেই আলোচনা ছিল ভারতের স্পিনের সামনে টিকতে পারবে কিনা ইংলিশ ব্যাটাররা। অবশ্য হয়েছেও তাই। আশ্বিনদের সামনে ভেঙে পরেছিল দলটির ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ইনিঙ্গে ২৭ রানে পিছিয়ে থাকার সময় পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু সেই স্পিনারদের নাস্তানাবুদ করেন পোপ। নিজের বিশ্বসেরা বোলারদের বিপক্ষে তাকে এভাবে খেলতে দেখে বেশ অবাক হয়েছেন দ্রাবিড়।



পোপের ইনিংসে অবাক হয়ে দ্রাবিড় বলেন, 'সুইপ কিংবা রিভার্স সুইপের এমন প্রদর্শনী, এর আগে এই কন্ডিশনে দেখিনি, তাও আবার এমন বিশ্বমানের বোলারদের বিপক্ষে।’ তবে নিজের বোলারদের ওপর আস্থা আছে ভারতীয় কোচের। তিনি বলেন, ‘আমাদের স্পিনারদের একটি ভালো ব্যাপার হলো, তারা সব সময় ঘুরে দাঁড়ায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball