অশ্বিন-জাদেজাদের অনুকরণ করেই সফল হার্টলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই ২৮ রানে হেরেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে জিতিয়েছেন টম হার্টলি। ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে তার বিধ্বংসী বোলিংয়ে ভারতের ইনিংস থেমেছে ২০২ রানে।
ম্যাচ শেষে এই অভিষিক্ত ক্রিকেটার জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাদের দেখেই লেংথ পরিবর্তন করে বোলিং করে সফল হয়েছেন তিনি। অভিষেক ম্যাচেই অধিনায়ক বেন স্টোকস ও প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের অনুপ্রেরণা পেয়ে দারুণ খুশি হার্টলি।

ম্যাচ শেষে হার্টলি বলেন, 'এই জয় পেয়ে আমি এবং গোটা দল অত্যন্ত খুশি। সত্যিই আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে এই ম্যাচটা আমরা জিতে গিয়েছি। আমি মনে করি আমরা দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। আজকের খেলাটা আমাদের কাছে একেবারেই সহজ ছিল না।'
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
১৯ ঘন্টা আগে
হার্টলি জানিয়েছেন হায়দরাবাদে প্রত্যাশা মতো বল ঘোরেনি। এ প্রসঙ্গে ইংলিশ স্পিনার বলেন, 'যতটা আমরা ভেবেছিলাম, বল ততটা একেবারেই ঘোরেনি। এরপর আমাদের কোচ ও দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আমি কথা বলি এবং ওরা আমার মনের মধ্যে আত্মবিশ্বাস জোগায় যে আমি করে দেখাতে পারব।'
টেস্ট সিরিজের আগে আলোচনায় ছিল বাজবল। যদিও ভারতে বাজবল চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ইংলিশ কোচ ম্যাককালাম। হার্টলি জানালেন ড্রেসিংরুমের অবস্থা আগের মতোই আছে। তার ভাষ্য, 'এই মুহূর্তে আমাদের সকলেরই খুব ভালো লাগছে। ড্রেসিংরুমে একেকদিন ভালো সময়ও আসে, আবার খারাপ সময়ও আসে। অবস্থা যেমন থাকতো তেমনই রয়েছে। আমরা সকলেই আজ করে দেখিয়েছি।'
শুরুর দিকে কিছুটা ঘাবড়ে গেলেও জাদেজা-অশ্বিনদের দেখে আত্মবিশ্বাস পেয়েছেন বলে জানালেন হার্টলি। তিনি বলেন, 'প্রথমদিকে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তবে ব্যাট হাতে রান পাওয়ায় আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। এ ছাড়া পিচ সম্পর্কেও বেশ কিছু জানতে পারলাম যেটা বোলিং করার সময় আমার কাজে লাগে। আমি বুঝলাম যে অত জোরে বল করা লাগবে না, যতটা আমি ভাবছিলাম। জাদেজা ও অশ্বিনকে দেখে আমি বুঝলাম যে আমাদের একটু সময় নেয়া উচিত।'