এখনই প্লে-অফ নিয়ে ভাবছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করছে দলটি। দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত জিয়াউর রহমান। যদিও এখনই প্লে-অফে খেলার স্বপ্ন দেখছেন না তিনি।
মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটি ম্যাচেই জিতেছে চট্টগ্রাম। আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাত উইকেটে জিতেছে চট্টগ্রাম। এরপরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে অবশ্য চার উইকেটে হেরে গেছে শুভাগত হোমের দলটি।

তারপরের ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরে চট্টগ্রাম। দুর্দান্ত ঢাকাকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। আর সর্বশেষ ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালকে দশ রানে হারায় দলটি। এমন পারফরম্যান্সে ভালো কিছুরই স্বপ্ন দেখছেন জিয়া।
তিনি বলেন, 'আমি এখনও ওই কথাটা (প্লে-অফে ওঠা) বলব না। প্লে-অফ এখনও অনেক দূর। যেহেতু টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে, চারটা ম্যাচ গেছে, আলহামদুলিল্লাহ শুরুটা ভালো হয়েছে। টিম কম্বিনেশনও খুব ভালো। টিম স্পিরিট ভালো। উইনটাও কিন্তু আমাদের পক্ষে আসছে। আমি আশাবাদী এই মৌসুমে চট্টগ্রাম ভালো কিছু করবে।'
'আমাদের দল খুব ভালো খেলছে। টিম কম্বিনেশন খুব ভালো। মোমেন্টাম ভালো। অলরেডি তিনটা ম্যাচ জিতে গেছি। আমি আশা করি পরের ম্যাচেও এই কম্বিনেশন থাকবে এবং ভালো খেলবে। আলহামদুলিল্লাহ আমাদের শুরুটা ভালো হয়েছে।'
বিপিএলে চট্টগ্রামের পরবর্তী ম্যাচ ২৯ জানুয়ারি। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচেও নিশ্চিতভাবে এগিয়ে থাকবে চট্টগ্রাম। কেননা আসরে তিনটি ম্যাচ খেলে এখনও একটিতেও জেতেনি মাশরাফি বিন মুর্তজার সিলেট। পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা।