পোপের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লিড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘তিনশ রানের ফাইনাল হবে না’, অনুমান গিলের
৬ ঘন্টা আগে
পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা। শুরুটা ভালো হলেও মাঝে জো রুট, বেন স্টোকসদের হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তবে সব ছাপিয়ে গেছে ওলি পোপের সেঞ্চুরি। ডানহাতি এই ব্যাটারের ব্যাটেই শেষ পর্যন্ত লিড নিয়েছে ইংল্যান্ড। শেষ বিকেলে জীবন পেয়ে ইংলিশদের লিড বাড়িয়েই চলেছেন পোপ। ১৪৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করা পোপের ক্যাচ ছেড়ে আক্ষেপে পুড়ছে ভারত। এদিকে স্বাগতিকদের চেয়ে ১২৬ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন সকালে ব্যাটিং নামবে ইংল্যান্ড।
আগে থেকেই রানের পাহাড়ে চড়েছিল ভারত। প্রথম ইনিংসে লোকেশ রাহুল ও যশস্বী জয়সাওয়াল সেঞ্চুরি মিস করলেও তিন অঙ্ক ছোঁয়ার খুব কাছেই ছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও আগের দুজনের মতোই সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তারকা এই অলরাউন্ডারকে। শেষ ১০ বলে ৩ উইকেট হারিয়ে ভারতও অল আউট হয় দ্রুতই। আগের দিন ৮১ রানে অপরাজিত থাকা জাদেজা তৃতীয় দিন ৬ রানের বেশি যোগ করতে পারেননি।

রুটের গুড লেংথ ডেলিভারিতে সামনের পায়ের ওপর ভর করে ডিফেন্স করেছিলেন জাদেজা। তবে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি ৮৭ রানের ইনিংস খেলা জাদেজার। পরের বলে জসপ্রিত বুমরাহকেও ফেরান রুট। শেষ ব্যাটার হিসেবে অক্ষর প্যাটেল ফিরলে ভারত অল আউট হয় ৪৩৬ রানে। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন রুট।
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
ভারতের চেয়ে ১৯০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডে দ্বিতীয় ইনিংসের শুরুটা করে ওয়ানডে মেজাজে। উদ্বোধনী জুটি পঞ্চাশ হওয়ার আগেই উইকেট হারায় সফরকারীরা। দ্রুত রান তোলায় মগ্ন হতে গিয়ে সাজঘরে ফেরেন জ্যাক ক্রলি। রবিচন্দ্রন অশ্বিনের স্লোয়ার ডেলিভারিতে কভারে পুশ করেছিলেন ইংলিশ এই ওপেনার। তবে এজ হয়ে বল চলে যায় স্লিপে থাকা রোহিত শর্মার হাতে। ভারতের অধিনায়ক ক্যাচ নিতেই ফিরতে হয় ৩১ রান করা ক্রলিকে।
ওপেনিং জুটি ভাঙলেও ইংল্যান্ডকে কক্ষপথে রাখেন বেন ডাকেট ও পোপ। তাদের দুজনের ৬৮ রানের জুটি ভাঙেন বুমরাহ। ডানহাতি এই পেসারের অনেকটা বাইরের ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন ডাকেট। হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা বাঁহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৪৭ রানে। রুটকে অবশ্য দাঁড়াতেই দেননি বুমরাহ। তারকা পেসারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ২ রান করা রুট।
ইংল্যান্ডের বিপদ বাড়িয়ে ফেরেন স্টোকস ও জনি বেয়ারস্টো। জাদেজা ফিরিয়েছেন ১০ রান করা বেয়ারস্টোকে আর অশ্বিনের বলে বোল্ড হয়েছেন স্টোকস। এদিকে ইংল্যান্ডের হয়ে লড়াই করেন পোপ। বেন ফোকসকে নিয়ে ১১২ রানের জুটি গড়ার সঙ্গে নিজেও করেছেন সেঞ্চুরি। পোপকে অবশ্য ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। ব্যক্তিগত ১১০ রানের সময় ক্যাচ তুলে দিলেও সেটা লুফে নিতে পারেননি অক্ষর।
৩৪ রান করা ফোকসকে ফিরিয়ে অবশ্য সেই আক্ষেপ মেটান বাঁহাতি এই স্পিনার। দিনের বাকি সময়ে অবশ্য আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। রেহান আহমেদকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় শেষ করেন পোপ। তারা দুজনে মিলে গড়েছেন ৪১ রানের জুটি। এদিকে পোপ ১৪৮ এবং রেহান অপরাজিত ১৬ রানে। ভারতের হয়ে বুমরাহ ও অশ্বিন নিয়েছেন দুটি করে উইকেট।