রিশাদ-রফিককে নিয়ে ব্যাটিং অনুশীলনে সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
সিঙ্গাপুর থেকে ফিরে গতকাল শুক্রবারই খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে একটুও সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। তার দল রংপুর রাইডার্সও হেরেছে। বিপিএলে ভালো খেলার তাগিদ অনুভব করছে সাকিব নিজেও। আর তাই শনিবার সন্ধ্যায় ম্যাচের আগেও অনুশীলনে নেমে পড়েছেন তিনি।
বেলা ১২ টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন সাকিব। নেটে তাকে চারজন বোলার বোলিং করেন। রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক, রিশাদ হোসেন এবং রংপুরের আরও দুই বোলার মিলে তাকে বল করেন। এখন অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।

এ সময় সাকিবের পেছনে দাঁড়িয়ে একজন ভিডিও করেছেন। মাঝেমধ্যে সাকিব এসে তার খেলা শটগুলো দেখেন। সাকিবের হেলমেটে দুটি হলুদ ফিতা লাগানো ছিল, সেটি দিয়ে মূলত ভিষণ চেক করেছেন সাকিব।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
২১ ঘন্টা আগে
গতকালের ম্যাচে আগে বোলিং করতে নেমে কোনো উইকেট না পেলেও সাকিব রান দিয়েছেন মাত্র ২১, ডট বল করেন ১০টি। এরপর রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রংপুর। দলটির ব্যাটিং অর্ডারে সাকিবকে দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে সপ্তম উইকেট পর্যন্ত।
তাও আবার দলের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে! সেখানে সফল হতে পারেননি সাকিব। আউট হয়েছেন ৪ বলে ২ রান করে। এর আগে সাকিবকে কবে শুধুমাত্র স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায় দেখা গেছে সেটা খুঁজতে পেছনে ফিরতে হবে ৭ বছর আগে।
বিপিএলে এর আগে একবার ৮ নম্বরে ব্যাটিং করেছেন তাও ২০১৬ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে। মূলত ভারত বিশ্বকাপ থেকে চোখের সমস্যা বয়ে বেড়াচ্ছেন সাকিব। বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।
বিপিএল শুরুর আগে আবারও চোখের সমস্যা প্রকোটভাবে দেখা যায়। রংপুরের অনুশীলন ক্যাম্পে এর আগে চশমা পড়েও ব্যাটিং করতে দেখা গেছে তাকে। সমস্যা বেড়ে যাওয়ায় ক্যাম্প চলাকালীন লন্ডনে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন সাকিব।