‘প্রধান অস্ত্র’ লিচের চোটে দুশ্চিন্তায় ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন জ্যাক লিচ। দলের বিশেষজ্ঞ স্পিনারের চোট পাওয়া নিয়ে চিন্তিত ইংল্যান্ড। যদিও লিচ দ্রুতই সুস্থ হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল ।
ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান লিচ। ইংল্যান্ড যে তিন স্পিনার নিয়ে প্রথম টেস্টে খেলতে নেমেছে, তাদের মধ্যে সবচাইতে অভিজ্ঞ লিচ। যদিও চোটের কারণে পুরোদমে বোলিংও করতে পারেননি এই ইংলিশ স্পিনার।

এদিন মাত্র ১৬ ওভার বল করে ৮৭ রান খরচ করেন লিচ। ম্যাচে ৪ ওভারের বেশি টানা স্পেলও করতে করতে পারেননি তিনি। ম্যাচের মধ্যে মাঝে মাঝেই মাঠের বাইরে বেরিয়ে শ্রুশ্রুষা নিচ্ছিলেন তিনি।
জিতেন প্যাটেল বলেন, 'প্রথম দিনের শেষেই ফাইন লেগে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট লাগে ওর। দ্বিতীয় দিন ফের একবার চোট পেয়েছে। সে কারণেই অস্বস্তিতে রয়েছে জ্যাক লিচ। আপনারাও হয়তো লক্ষ্য করে থাকবেন, অনেক ক্ষেত্রেই বল ধরতে গিয়ে আটকে গিয়েছে। তারপরও ও যা বোলিং করেছে, প্রশংসা করার মতোই।'
লিচের এমন অবস্থায় দায়িত্ব নিয়ে বোলিং শুরু করেন জো রুট। ২৫ ওভার হাত ঘুরিয়ে ৭৭ রান খরচায় দুই উইকেট নেন তিনি। সাথে অভিষিক্ত স্পিনার টম হার্টলি এবং রেহান আহমেদ মিলে দিনটি পার করেন।
জিতান প্যাটেল আরও বলেন, 'তার এখনও বিশ্রামের সময় আছে। সে মানসিকভাবে শক্ত এবং খেলতে চায় সবসময়। সে তার দায়িত্ব ছেড়ে কখনোই পালাতে চাইবে না। তবে এখানে স্মার্ট হওয়ার ব্যাপার থাকে। আমাদের এখনও চারটি টেস্ট বাকি। আরও একটা ইনিংস এখানে বাকি। দলের অন্যতম প্রধান একজন খেলোয়াড়কে আমাদের দরকার।'