‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট
২৮ ডিসেম্বর ২৪
পুরোপুরি ফিট না হয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন মাশরাফি বিন মুর্তজা। এমনকি সব ম্যাচে চার ওভার বোলিংও করছেন না তিনি। এসব নিয়ে সমালোচনা চলছে অনেক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের হারের পর মাশরাফি মনে করিয়ে দিলেন, তিনি এখন বাংলাদেশ ক্রিকেটে পুরোই অতীত।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্স শুধু মাশরাফির কাছে অধিনায়কত্বটাই চেয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সেটা স্পষ্টই জানিয়ে দেয়া হয়েছে। এ কারণে সেভাবে পারফর্ম করতে না পারলেও একদমই নির্ভার মাশরাফি।

আগের দুই ম্যাচে সেভাবে বোলিংও করেননি সিলেটের অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভার করলেও সেটা ছিল একেবারেই শর্ট রানআপে। অনেকটা স্পিন বোলিং বললেও ভুল হবে না। মাশরাফির এমন উপস্থিতির কারণে বিপিএলের মান নিয়েও প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। এসবের জবাবও দিয়েছেন মাশরাফি।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
২১ ঘন্টা আগে
কুমিল্লার বিপক্ষে হারের পর তিনি বলেন, 'মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা আগামী দশ বছর সার্ভিস দিবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা খায়, সেগুলো খাওয়ালে হবে না। বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেগুলোই মান???ষকে জানাতে হবে।'
কুমিল্লার বিপক্ষে বল হাতে অবশ্য ছন্দে ছিলেন মাশরাফি। চার ওভার বল করে উইকেট না পেলেও তিনি খরচ করেন মাত্র ১৯ রান। সমালোচনার জবাবটা কী তিনি পারফরম্যান্সেই দিয়ে দিলেন? এমন এক প্রশ্নে মাশরাফি জানালেন, এমন কিছু মাথায়ই নেই তার।
তিনি আরও বলেন, 'এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নেই। গত দুই ম্যাচ বোলিংই করিনি বলতে গেলে। আমি যেহেতু খেলছি, এভাবেই খেলতে হবে। আলোচনা তো পারফরম্যান্স খারাপ করলে হবেই। আমার কাজ যেহেতু বোলিং করা, বোলিং খারাপ করলে মাথায় নিতে হয়।'
সিলেট অধিনায়ক যোগ করেন, 'পারফরম্যান্স ক্রিকেটারদের খারাপ হতেই পারে। বাইরের আলোচনায় তো আপনি কামব্যাক করতে পারবেন না। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই। সমালোচনা নিয়েই খেলতে হবে। এর জবাব কিছু নেই। দেয়াও যায় না।'