আগেভাগে ইনিংস ঘোষণা করেও দিনশেষে আক্ষেপ অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রিসবেন টেস্টের দিনের শেষ ভাগে রান তোলার থেকে উইকেট নেয়াটাকেই শুরুত্বপূর্ন মনে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের কাছে। তাই ২২ রানে পিছিয়ে থাকার পরও আগেভাগেই তিনি ইনিংস ঘোষণা করে দেন। পরিকল্পনায় খানিকটা সফলও হন তিনি। শেষ বিকেলে ক্যারিবীয় ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপলকে ফিরিয়েছেন জশ হ্যাজেল???ড। আরেকটি সফলতা পেতে পারত অজিরা। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই স্টিভেন স্মিথ ক্রেইগ ব্র্যাথওয়েটের ক্যাচ মিস করায় কিছুটা আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয়েছে স্বাগতিকদের।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
এর আগে দলীয় ২৮৯ রানে নাথান লায়ন ফিরে গেলে ইনিংস ঘোষণা করে অজিরা। তখনও ৬৪ রান নিয়ে অপরাজিত ছিলেন কামিন্স। নিজের তোয়াক্কা না করে ইনিংস ঘোষণা করে দেন অজি অধিনায়ক। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। রান আউট হয়ে কেমার রোচ ফিরলে অল আউট হওয়ার শঙ্কা জাগে ক্যারিবীয়দের।
শুরু থেকেই দারুণ খেলছিলেন আগেরদিন ১৬ রানে অপরাজিত থাকা কেভিন সিনক্লেয়ার। লায়নকে ছক্কা মেরে তুলে নেন নিজের প্রথম হাফসেঞ্চুরি। কিন্তু পরের বলেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যাম্পিং হন ৫০ রান করা অভিষিক্ত এই ক্যারিবীয়ান। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ৩১১ রানে।

জবাবে খেলতে নেমে ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। ৫৪ রান তুলতেই দলের পাঁচ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ওপেনার স্মিথকে প্রথম ওভারেই এলবিডব্লিউ বানান রোচ। পরের ওভারে ল্যাবুশেনকে ফেরান আলজারি জোসেফ। তার লেংথ ডেলিভারি লাবুশেনের ব্যাট ছুঁয়ে স্লিপে গেলে দারুণ ক্যাচ ধরেন সিনক্লেয়ার। ইনিংসের পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার বিপদ বাড়ান রোচ।
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
ওভারেই শেষ দুই বলে ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেডকে তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। যদিও উসমান খাওয়াজা সেটা হতে দেননি। এই ওপেনার মিচেল মার্শকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৪ রানেই জোসেফের শিকার হন মার্শ। মিড অনে ক্যাচ দিয়ে ২১ রানেই ফেরেন তিনি। খাওয়াজা দেখেশুনে খেললেও আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছেন অ্যালেক্স ক্যারি।
তার ৪৯ বলে ৬৫ রানের ইনিংস থামান শামার জোসেফ। ডিপ স্কোয়ারে ক্যাচ দিয়ে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। মিচেল স্টার্কও ফেরেন দ্রুতই। তবে অধিনায়ক কামিন্সকে নিয়ে খাওয়াজা সচল রাখেন রানের চাকা। গড়েন ৮১ রানের জুটি। এ সময় নিজের হাফসেঞ্চুরি তুলে নেন খাওয়াজা। এই অজি ব্যাটার হাঁটছিলেন সেঞ্চুরির পথেই। তার ১০ চারে সাজানো ৭৫ রানের ইনিংস থামান সিনক্লেয়ার। নিজের প্রথম উইকেট নিয়েই দারুণ এক ডিগবাজি দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ চারটি, রোচ তিনটি ও সামার জোসেফ, সিনক্লেয়ার নিয়েছেন একটি করে উইকেট।