promotional_ad

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

২২ ঘন্টা আগে
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি

ভারতের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ জিতে দ্বিতীয় পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তারা যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশের দেয়া ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র অল আউট হয়েছে মাত্র ১৭০ রানে।


বড় লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছেন ওপেনার প্রানাভ চেট্টিপালায়াম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন উৎকর্ষ শ্রীভাস্তাভা। এ ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, পারভেজ রহমান জীবন, রাফি উজ্জামান ও আরিফুল ইসলাম।



promotional_ad

এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বেশ ভালোই শুরু পেয়েছিল বাংলাদেশ। টাইগাররা ওপেনিং জুটিতেই তুলেছিল ২৯ রান। যদিও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উইকেট হারায় টাইগার যুবারা। আদিল বিন সিদ্দিককে ফিরিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন আরিয়া গার্গ। বাঁহাতি এই পেসারের বলে পার্থ প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৩ রান করা আদিল। উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি আশিকুর।


আরিন নাদকারনির বলে প্যাটেলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আশিকুরের ব্যাট থেকে এসেছে ২৯ রান। দলের রান একশ হওয়ার আগে ফিরেছেন রিজওয়ান। ৪০ বলে ৩৫ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন প্যাটেল। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন আহরার ও আরিফুল। তারা দুজনে মিলে যোগ করেন ১২২ রান। ভালো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি আহরারের।


পঞ্চাশের আগে ৪৯ বলে ৪৪ রানের ইনিংস খেলা আহরারকে ফিরিয়েছেন আরিন। আহরারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল। যদিও ফেরার আগে খেলেছেন ১০৩ রানের ইনিংস। যুব বিশ্বকাপে এটি নিয়ে তিনটি সেঞ্চুরি করেছেন আরিফুল। শেষ দিকে মোহাম্মদ শিহাব জেমসের ৩১ রানের ইনিংসে ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আরিয়া।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball