ঢাকার হয়ে খেলতে আসছেন নাইব, বরিশালের আলোচনায় বোল্ট
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ এখন সিলেটে। প্রায় প্রতিদিনই বিভিন্ন দল নতুন নতুন ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমকে দিচ্ছে প্রতিনিয়ত। আবার অনেক ক্রিকেটার বিভিন্ন কারণে ছাড়ছেন বিপিএল। অথবা অনাপত্তি পত্র না পাওয়ায় খেলতে পারছেন না।
অনাপত্তিপত্র না পাওয়ায় বাংলাদেশে এসেও না খেলে ফিরে যেতে হয়েছে মোহাম্মদ হারিসকে। আর শোয়েব মালিক ঢাকা পর্ব শেষে দুবাইয়ে গিয়েছিলেন ব্যক্তিগত কারণে। তিনি আর ফিরছেন না। তার বদলি হিসেবে দুদিন আগেই আহমেদ শেহজাদের নাম ঘোষণা করেছে ফরচুন বরিশাল।

সেই সঙ্গে আকিফ জাভেদকেও দলে ভিড়িয়েছে তারা। দলটি এবার আরেকটি নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। বরিশালের হয়ে বিপিএলে খেলতে দেখা যেতে পারে ট্রেন্ট বোল্টকে। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির মালিক।
‘একার খুশির চেয়ে সবার খুশিটা হলে ভালো হতো’
১৯ ফেব্রুয়ারি ২৪
এদিকে বসে নেই রাজধানীর দল দুর্দান্ত ঢাকাও। দলটির হয়ে এবার বিপিএলে খেলতে আসছেন আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব। এর আগে অজি ব্যাটার অ্যালেক্স রসকে দলে নিয়ে চমকে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বিপিএলে রংপুর রাইডার্সকে হারিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচেই হেরেছে তামিম ইকবালের দল। সিলেট পর্বে দলটি যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে চায়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা দলে ভেড়াচ্ছেন আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে।