মালিককে নিয়ে গুঞ্জনের প্রতিবাদ জানালেন বরিশালের কর্ণধার
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর দেখা যাবে না শোয়েব মালিককে। সেটা আগেই জানা গেছে। ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বে তিনটি ম্যাচে খেলেছেন তিনি। ব্যাটে বলে খুব একটা ভালো করতে পারেননি পাকিস্তানের এই অলরাউন্ডার।
রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ছিলেন ১৭ রানে। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৬ বলে অপরাজিত ৫*। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ বলে ৭ রান করে আউট হয়ে যান তিনি। বল হাতে রংপুরের বিপক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। খুলনার বিপক্ষে পরের ম্যাচেও করেন ১ ওভার। কিন্তু রান দেন ১৮।

ওই ওভারে তিনটি নো বল করেন শোয়েব। বিতর্কিত সেই ওভারের পর শেষ ম্যাচে তাঁকে দিয়ে বোলিং করানো হয়নি। সেই ওভারের পর তাকে ঘিরে সন্দেহ চাউর হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি সন্দেহজনক এই ওভারের কারণেই বরিশাল মালিকের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
যদিও এমন দাবির প্রেক্ষিতে কড়া প্রতিবাদ জানিয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তিনি ক্রিকেটার হিসেবে শোয়েব মালিকের প্রশংসা করেছেন। যদিও এই বিষয়ে বিস্তারিত এড়িয়ে গেছেন তিনি।
মিজানুর বলেছেন, 'সবশেষ কয়েক দিন কথা বলতে শুনছি শোয়েব মালিককে নিয়ে। আমি ওইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় এবং সে তার সেরা খেলাটাই আমাদেরকে দিয়েছে। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।'
বরিশাল নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে জিতলেও খুলনা ও কুমিল্লার বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরেছে তারা। তাই আপাতত দলটির মনোযোগ ঘুরে দাঁড়ানোর দিকে। ফাইনালকে লক্ষ্য করেই বরিশাল নিজেদের লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন মিজানুর।
তিনি বলেন, 'আমরা যেহেতু পরপর দুটি ম্যাচ হেরেছি আমাদের উচিত পরবর্তী ম্যাচগুলোর ওপর মনোযোগ দেয়া। আমরা যেন ভালো খেলতে পারি এজন্য আমি সবার কাছে দোয়া যাচ্ছি এবং আমরা যেন পরবর্তী ম্যাচে জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি।'