ইংল্যান্ডকে চিন্তায় ফেলে 'বাজবল' খেলছে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের স্পিনের সামনে বাজবল টিকবে না। এমন সতর্ক আগেই করা হয়েছিলো বেন স্টোকসদের। কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে সড়ে না আসার কথা জানিয়েছিলেন দলটির অধিনায়ক। হায়দরাবাদে ইনিংসের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত বাজবল খেলেছে তারা। সবশেষ স্টোকসের ৭০ রানে ভর করে ২৪৬ রানে থামে দলটি। জবাবে পাল্টা বাজবল প্রদর্শন করেছেন ইয়াশভি জায়সাওয়াল, রোহিত শর্মারা। দিনশেষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৯ রান।
টম হার্টলিকে চার মেরে ৪৮ বলে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন জায়সাওয়াল। দিনের বাকি সময়টা শুভমান গিলকে নিয়ে শেষ করেন জায়সাওয়াল। গিল ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে তিন ছক্কা ও ৯ চারে ৭৬ রান করে অপরাজিত আছেন জায়সাওয়াল। প্রথম দিন শেষে ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিক ভারত।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই ওপেনার ক্রলি ও ডাকেট দলকে ভাবে সূচনা এনে দেন। কিন্তু মাত্র পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। ৩৫ রানের ডাকেটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই স্পিনার। এরপর ২০ রান করা ক্রলিকেও ফেরান তিনি।
‘তিনশ রানের ফাইনাল হবে না’, অনুমান গিলের
৭ ঘন্টা আগে
অশ্বিনের বলে মিডঅফ বরাবর খেলার চেষ্টা করতে গিয়ে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্রলি। এরপর উইকেটে আসা অলি পোপ ফিরেছেন একরান করেই। ফলে ৬০ রানেই তিন উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ইনিংস মেরামতে নামেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার জো রুট ও জনি বেয়ারস্টো। তাদের দুজনে ব্যাটে ১০৮ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় ইংলিশরা।
মধ্যাহ্নভোজের পরপরই ৩৭ রান করা বেয়ারস্টোকে ফেরান অক্ষর প্যাটেল। তার বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। এরপর ২৯ রান করা রুট জাদেজার বলে সুইপ খেলতে গিয়ে জসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ তুলে দেন। বেন ফোকস ৪, রেহান আহমেদ ১৩ ও হার্টলি ২৩ রান করে ফিরলে ১৯৩ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি। অবশ্য ইংলিশদের রানের চাকা সচল রাখেন স্টোকস।
আক্রমণাত্মক মেজাজে জাদেজার বলে লং অন দিয়ে ছক্কা হাকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। খেলেন ৮৮ বলে ৭০ রানের ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে সাজানো এই ইনিংস থামান বুমরাহ। তার বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোকা বনে যান স্টোকস। ফলে ২৪৬ রানেই থামে তাদের ইনিংস। ভারতের হয়ে অশ্বিন, জাদেজা তিনটি করে ও বুমরাহ, প্যাটেল দুটি করে উইকেট নিয়েছেন।