promotional_ad

‘রিজওয়ান ভাই জীবন নিয়ে সবসময় ইতিবাচক কথা বলে’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

নিউজিল্যান্???ের বিপক্ষে সিরিজ থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকে খেলতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সিলেট পর্ব থেকে নিয়মিত খেলবেন তিনি। দুদিন আগেই কুমিল্লা দলে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যেই তার দর্শনতত্ত্বে মুগ্ধ কুমিল্লার স্থানীয় ক্রিকেটাররা।


খেলার মাঠে বরাবরই আলাদা রিজওয়ান। ইসলামি চর্চা বা জীবনদর্শনে অন্যান্য পাকিস্তানি ক্রিকেটারদের থেকে অনেকটা আলাদা তিনি। কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিতে তার সঙ্গে বেশীরভাগ সময় কাটান জাকের আলী অনিক। রিজওয়ানের জীবনদর্শনে মুগ্ধ তিনিও।


জাকের বলেন, 'উনি সবসময় বলতে থাকে কোনো না কোনো বিষয়ে। উনি সবসময় কীভাবে ভালো হয়.. খেলা ছাড়াও দৈনন্দিন জীবনে কীভাবে আরও ভালো করা যায়.. ওরকম সাজেশান (পরামর্শ) দিয়ে থাকে। এরকম কথাই বলে। ওনার সাথে আসলে আমি একটু বেশিই থাকি সবসময়। আমি চাই ওনার ভালো দিকগুলো নিতে। সবসময় ইতিবাচক কথা বলে। আপনিও যদি যান, আপনার সাথে ইতিবাচক কথা বলবে।'



promotional_ad

রিজওয়ানের সঙ্গে ব্যাটিং নিয়েও আলোচনা করেছেন জাকের। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটিংয়ের সময় নিবেদন বা অ্যাপ্রোচ নিয়ে রিজওয়ানের সঙ্গে আলাপ করেছেন, 'কিপিং নিয়ে এখনও কথা হয়নি। কথা হয়েছে ব্যাটিং নিয়ে অ্যাপ্রোচ নিয়ে। এই বিষয়ে অনেক কথা হয়েছে।'


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

গতবার কুমিল্লাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন রিজওয়ান। গতবার মৌসুমের তিন ম্যাচ শেষ হওয়ার পর কুমিল্লা শিবিরে যোগ দেন তিনি। ততদিনে কুমিল্লা তিনটি ম্যাচই হেরেছিল। পরে রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।


কুমিল্লা এবারের অবস্থা অবশ্য গতবারের মতো খারাপ নয়। নিজেদের প্রথম ম্যাচে হেরে আসর শুরু করলেও একটি জয় পেয়েছে দলটি। আর দলে যোগ দিয়েই ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ পরিকল্পনা সেরে ফেলেছেন রিজওয়ান।


জাকের আরও বলেন, 'রিজওয়ান ভাই গতবার যখন আসে আমরা তিনটা ম্যাচ হারা থাকি। সবসময় এসে উনি সবাইকে একত্র করার চেষ্টা করে। উনি এবার রাত ১২-১ টায় আসে। পরের দিন সকালে নিজের সবার সাথে দেখা করে। কথা বার্তা বলে। কীভাবে জেতা যায়, উনি দায়িত্ব নিয়েই কাজগুলো করে।'



'আর ম্যাচ হারার পর আমরা রিলেক্সে (চাপহীন) ছিলাম। এবার কোনো চাপ ছিল না। গতবারের মতো। গতবারও কোনও চাপ ছিল না। স্যার একটা কথাই বলেন। আমরা নিজেদের কাজটা ঠিকমতো করলেই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball