বিপিএল খেলতে আসছেন শেহজাদ, খেলা হচ্ছে না মালিকের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেখতে ভালো হওয়ায় ঈর্ষা করত সিনিয়ররা: শেহজাদ
২৫ জানুয়ারি ২৫
একদিন আগে অনেকটা আচমকাই ঢাকা ছাড়েন শোয়েব মালিক। এবার জানা গেল, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর খেলাই হচ্ছে না পাকিস্তানের এই অলরাউন্ডারের। তার পরিবর্তে আহমেদ শেহজাদকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
ইতোমধ্যেই বিপিএল খেলার জন্যে বিমানে উঠেছেন পাকিস্তানের এই আক্রমণাত্মক ওপেনার। ২ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে বরিশালে আরও যোগ দেবেন কাইল মেয়ার্স এবং ওবেদ ম্যাকয়। এমনটা ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বরিশালের একটি সূত্র।

ব্যক্তিগত কাজে দুবাইতে গিয়েছিলেন মালিক। ৬ ফেব্রুয়ারি দেশেও ফিরতে চেয়েছিলেন তিনি। যদিও তাকে দলে নেয়ার ব্যাপারে আর আগ্রহ দেখায়নি বরিশাল। তার সঙ্গে কথা বলেই শেহজাদকে আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বরিশাল।
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বরিশাল। দুটিতেই হারের মুখ দেখেছে দলটি। ব্যাট বা বল হাতে সেভাবে জ্বলে ওঠার সুযোগ পাননি মালিক নিজেও। যদিও দুটি ইনিংসে অপরাজিত ছিলেন তিনি।
তিন ম্যাচে যথাক্রমে ১৭*, ৫* এবং ৭ রান আসে মালিকের ব্যাটে। এর মধ্যে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের অপরাজিত ১৭ রানের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় বরিশাল। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই রান করেছিলেন তিনি।
বল হাতে রংপুর রাইডার্সের বিপক্ষে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানের উইকেট নিয়েছিলেন তিনি। এক ওভার বোলিং করে দিয়েছিলেন ৯ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি তিনি।
খুলনা টাইগার্সের বিপক্ষে একই ওভারে ১৮ রান দেন মালিক। তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে বলই করার সুযোগ পাননি তিনি। দলের ভারসাম্য আনতেই মূলত শেহজাদকে স্কোয়াডে ভিড়িয়েছে বরিশাল।