promotional_ad

বশিরের ব্যাপারে বিসিসিআইয়ের মুখোমুখি হচ্ছে ইসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’

৭ মার্চ ২৫
কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে বেন স্টোকস, ইসিবি

অবশেষে ভারতের ভিসা পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোয়েব বশির। ভিসা পাওয়ার পরও আলোচনায় আছেন তিনি। তাকে দেরিতে ভিসা দেয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে কারণ জানতে চাইবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


বশিরের ভিসা জটিলতা নিয়ে মাঠের বাইরেও উত্তাপ ছড়িয়েছে। প্রকাশ্যেই এ নিয়ে হতাশা প্রকাশ করেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বশিরকে ছাড়া ভারতে না আসার কথাও ভাবনায় ছিল তাদের। যদিও এমনটা শেষ পর্যন্ত করেননি তারা।



promotional_ad

এ নিয়ে স্টোকস বলেছিলেন, 'আমি যখন আবুধাবিতে প্রথম খবরটি পাই, তখন বলেছিলাম যে, ব্যাশ (বশির) ভিসা না পাওয়া পর্যন্ত আমরা (ভারতে) যেতে পারি না। আমি জানি, যা হচ্ছে তা এমন কিছু করার চেয়েও অনেক বড় ব্যাপার। সম্ভবত পুরো ব্যাপারটায় আবেগ ঘিরে ছিল। আমি খুবই হতাশ যে, ব্যাশকে এমন কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে।'


এ নিয়ে দুঃখ প্রকাশ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। যদিও সংবাদমাধ্যমে 'আমি ভিসা অফিসার নই' বলে পুরো বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে রোহিত বিষয়টি এড়িয়ে গেলেও এমন ন্যাক্কারজনক ঘটনা চোখ এড়ায়নি ইসিবির।


এমনকি ইংল্যান্ড সরকারও বশিরের সময়মত ভিসা না পাওয়া নিয়ে বিবৃতি দিয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম অনুযায়ী, দ্রুতই বিসিসিআইয়ের কাছে কারণ দর্শানোর চিঠি দেবে ইসিবি। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে লিখেছে, এমন ঘটনার কারণ অনুসন্ধানও করতে চায় তারা।



মাত্র ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই ইংল্যান্ডের এই সফরের টেস্ট দলে ডাক পান বশির। ২০ বছর বয়সী এই অফস্পিনার আবুধাবিতে দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন। সেখানেই বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামদের নজর কাড়েন তিনি। মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা পেতে দেরি হয় বশিরের। দুবাইয়ে লম্বা সময় অপেক্ষার পরও ভিসা না পাওয়ায় দেশে ফিরে যেতে হয় তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball