promotional_ad

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

৮ মার্চ ২৫
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সেই লক্ষ্য ৫ উইকেট আর ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।


হাতের মুঠোয় লক্ষ্য পেয়েও বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। মাত্র ১৪ রান করে আউট হয়ে যান সুমাইয়া সুবর্না। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া করেন মাত্র ৬ রান। চার নম্বরে নেমে আরেক ব্যাটার সুমাইয়া আক্তার ফিরে গেছেন মাত্র ২ রান করে।



promotional_ad

মাত্র ৩৫ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মোসাম্মত ইভা ও আফিয়া ইরা। ইভা আউট হয়েছেন ৩৬ বলে ২৭ রান করে। ইরাকে সঙ্গ দিতে পারেননি জান্নাতুল মাওয়াও। তিনি ৭ রান করে ফিরলেও রাবেয়াকে নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন ইরা।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

বাংলাদেশের এই ব্যাটার অপরাজিত ছিলেন ২৯ বলে ২৭ রান করে। রাবেয়া অপরাজিত ছিলেন ১ রান করে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন শাশিনি বিজেরাত্নে। একটি করে উইকেট পান রাশমিকা সেওয়ান্ডি ও দুলানসা নানায়েক্কারা।


টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানের মধ্যেই উপরের সারির তিন ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। পর্না সেনারাত্না ৪, ভিহাঙ্গা বিজেরাত্না ৫ ও দুলানসা নানায়েক্কারা ১০ রান করে আউট হয়ে যান। এরপর রাশমিকা সেওয়ান্ডি দলীয় ৪৯ রানে মাত্র ৫ রান করে ফিরে গেলে চাপে পড়ে শ্রীলঙ্কা।



শেষ পর্যন্ত এই চাপ থেকে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন রেশমি নেথারাঞ্জালি। এ ছাড়া ১৯ রান করেছেন ভিসমি গুনারাত্নে। এই দুজনের ব্যাটে ভর করেই মূলত লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কার মেয়েরা।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন নিশিতা আক্তার ও রাবেয়া খাতুন। নিশিতা ১৯ রান খরচা করলেও রাবেয়া দিয়েছেন মাত্র ১৩ রান। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিঙ্কি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball