বিগ ব্যাশে রেকর্ড গড়ে বিপিএলে ব্রাউন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশের নক আউট ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন জশ ব্রাউন। ৫৭ বলে ১৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলে ব্রিসবেন হিটকে ফাইনালেও তোলেন তিনি। যেখানে ১০ চারের সঙ্গে রেকর্ড ১২ ছক্কা মেরেছিলেন ডানহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে যা এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড।
এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন ব্রাউন। বিগ ব্যাশে রেকর্ড গড়ে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলবেন তিনি। বিগ ব্যাশের ফাইনাল শেষেই বাংলাদেশের বিমান ধরবেন ব্রাউন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম।

ওভালে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন ব্রাউন। যদিও এটি বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার এই ব্যাটারের উপরেই থাকছেন ২০১৪ সালে ৩৯ বলে সেঞ্চুরি করা ক্রেইগ সিমন্স। নক আউট ম্যাচের মতো ফাইনালেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন ব্রাউন। এবারের ফাইনালে একমাত্র হাফ সেঞ্চুরি করা ব্যাটার তিনি।
সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন ব্রাউন। বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাকে ফেরায় সিক্সার্স। পরবর্তীতে স্পেন্সার জনসন, মাইকেল সোয়েপসনদের দারুণ বোলিংয়ে বিগ ব্যাশের শিরোপা জিতেছে ব্রাউনের ব্রিসবেন। বিগ ব্যাশের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশে খেলতে আসছেন তিনি। বিগ ব্যাশ শেষ হওয়ায় দ্রুতই বাংলাদেশের বিমান ধরবেন তিনি।
আগামী ২৭ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে পাওয়া যেতে পারে অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে। এদিকে আরও বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছে চট্টগ্রাম। সব ঠিকঠাক থাকলে ঢাকার দ্বিতীয় পর্বে চমক দেখানোর অপেক্ষায় তারা। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে চট্টগ্রাম।