করোনা আক্রান্ত হয়েও ব্রিসবেন টেস্টে খেলবেন গ্রিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার দলে হানা দিয়েছে করোনা ভাইরাস। যেখানে দলটির ব্যাটার ট্রাভিস হেড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচের পরই আক্রান্ত হয়েছিলেন। যদিও শঙ্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টের আগে করোনা নেগেটিভ এসেছে তার। কিন্তু এবার দলটির অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনান্ডের করোনা পজিটিভ এসেছে। তবুও তারা থাকবেন দ্বিতীয় টেস্টে।
ডেভিড ওয়ার্নার না থাকায় স্টিভ স্মিথ ব্যাটিং করছেন ওপেনিংয়ে। ফলে অজিদের টেস্ট দলে আবারো ফিরেছেন গ্রিন। যদিও সিরিজের প্রথম টেষ্টে মাত্র এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৪ রান। তাই দ্বিতীয় টেস্টে নিজেকে মেলে ধরতে চাইবেন তিনি। কিন্তু এর আগেই করোনায় আক্রান্ত হয়েছেন গ্রিন। যদিও সেটা তার খেলায় বাধা হয়ে দাঁড়াবে না।

দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, 'নেগেটিভ আসার আগ পর্যন্ত গ্রিন ও ম্যাকডোনাল্ডকে দলের বাইরে একটু আলাদা রাখা হবে। তবে তাতে ব্রিসবেন টেস্টে তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে না।'
এদিকে প্রথম টেস্টে সেঞ্চুরি করা হেড ম্যাচ শেষেই অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন দলটির এই ব্যাটার। এমনকি সিরিজের দ্বিতীয় টেস্টের অনুশীলনে দলের সঙ্গে একদিন পর যোগ দেন তিনি। অবশ্য হেডের করোনা নেগেটিভ না আসলেও নিয়ম মেনে তাকে দলে খেলানোর কথা ছিলো দলটির।
করোনা পজিটিভ নিয়ে খেলা এটাই প্রথম নয়। এর আগে ২০২২ সালের আগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা করোনা পজিটিভ ছিলেন। তা সত্ত্বেও ফাইনাল খেলতে মাঠে নেমেছিলেন তিনি। সেই সময় বিষয়টি বেশ ভালো ভাবেই সামাল দিয়েছিল সিএ।
এমনকি দলটির ব্যাটার বেথ মুনি সে সময় বোর্ডটির পদক্ষেপ ও সবকিছু ভালো ভাবে সামাল দেয়ায় প্রশংসা করেছিলেন। ফলে সুস্থতা অনুভব করলে আগামীকালের ম্যাচে দলের সঙ্গে গ্রিন ও ম্যাকডোনান্ডকে দেখা যাওয়াটা বেশ স্বাভাবিক। সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অজিরা।