promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও

৬ ফেব্রুয়ারি ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেয়ার জন্য মিচেল মার্শকে প্রস্তুত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরই প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে অধিনায়ক বানিয়েছে সিএ। এই সিরিজে বিশ্রামে থাকবেন দলটির নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।


ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে কামিন্সের পাশাপাশি বিশ্রাম দেয়া হয়েছে মিচেল স্টার্ক এবং স্টিভ স্মিথকে। এই দুইজন ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজে আছেন। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপ??্ষে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফেরার কথা রয়েছে তাদের।



promotional_ad

এদিকে জল্পনা-কল্পনা শেষ করে এই সিরিজে খেলা হচ্ছে ডেভিড ওয়ার্নারের। তার পাশাপাশি টিম ডেভিড ও মার্কাস স্টইনিসকেও দলে ভিড়িয়েছে সিএ। এই তিন ক্রিকেটারই সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি বাদ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।


আরো পড়ুন

পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

৫ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো

এদিকে মাদক-কাণ্ডের পর ওয়ানডে সিরিজে না থাকা গ্লেন ম্যাক্সওয়েলও ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজে। গত শুক্রবার বন্ধুদের সঙ্গে অ্যালকোহল পান করে অজ্ঞান হয়ে পড়েন এই অলরাউন্ডার। শেষপর্যন্ত হাসপাতালে নিতে হয় তাকে।


জাতীয় দলকে এবারই প্রথমবার নেতৃত্ব দেবেন না মার্শ। এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, মোট ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড- মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball