উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু ২৩ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
২ ঘন্টা আগে
আগামী ২৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে পর্দা উঠছে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল)। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে আগের আসরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস।
৫ দলের মোট ২২টি ম্যাচ হবে এবারের আসরে। ফাইনাল হবে ১৭ মার্চ। উইমেন্স প্রিমিয়ার লিগের গত আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইতে। এবার বেঙ্গালুরু ও দিল্লিতেও রাখা হয়েছে মেয়েদের ক্রিকেটের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সব ম্যাচ।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ হবে বেঙ্গালুরুতে। আর নক আউট ও ফাইনালের ম্যাচগুলোসহ বাকি ১১ ম্যাচ হবে দিল্লিতে। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অন্যদিকে ২৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে গুজরাট জায়ান্টস। দিল্লি পর্ব শুরু হবে ৫ মার্চ থেকে। দিল্লিতে প্রথম ম্যাচে ঘরের দল দিল্লি ক্যাপিটালস মোকাবেলা করবে মুম্বাইয়ের।
প্রতিদিনই একটি করে ম্যাচ রাখা হয়েছে। ফলে দিনে দুটি খেলা দেখার সুযোগ পাবেন না দর্শকরা। এলিমিনেটর হবে ১৫ মার্চ। প্রতিটি দল উইমেন্স প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বে ৮টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।
আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ারে। সেখান থেকে জয়ী দল ফাইনালে জায়গা করে নেবে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়ে এই টুর্নামেন্টের নিলাম। সেখান থেকেই সবগুলো দল নিজেদের বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে।