নিউজিল্যান্ড সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির অংশ ছিল: আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে—পাকিস্তান সফর নিয়ে সালাহউদ্দিন
১৯ ঘন্টা আগে
নিউজিল্যান্ড বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো রকম হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। তবে সিরিজ হার নিয়ে চিন্তা করছেন না দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তাদের মূল লক্ষ্য আসন্ন জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড বাছাই করার পরিকল্পনা করছে দলটি।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছিল পাকিস্তান। ফলে টুর্নামেন্টের পরই দলটিতে আসে বিশাল পরিবর্তন। তিন সংস্করণে নেতৃত্ব ছাড়েন বাবর আজম। সেই অনুসারেই পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি। তার লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার। সেই লক্ষ্যে বিশ্বকাপের দল এখন থেকেই গুছিয়ে নিতে ব্যস্ত তিনি।

নিউজিল্যান্ড সফরে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে দলটি। যেখানে লম্বা সময় পাকিস্তানের ওপেনিং সামলাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। সেই জুটি ভেঙে নতুন দুজন ব্যাটারের সঙ্গে ওপেনিং করিয়েছেন রিজওয়ানকে। এমনকি শেষ ম্যাচে হাসিবুল্লাহ খানকেও প্রথমবারের মত দলে সুযোগ দেন। যদিও এই পরিবর্তনের ফলাফল ভালো আসেনি, কিন্তু এটা নিয়ে চিন্তিত নন আফ্রিদি।
বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে আফ্রিদি বলেন, 'আমি মূলত পাঁচ ম্যাচের সিরিজ নিয়েই কথা বলব। আমাদের মূল লক্ষ্য ছিল বিশ্বকাপের জন্য দল গঠন করা, এবং দলকে সাহায্য করবে এমন পরিবর্তন আনা। আপনি কোনো কিছুর ফলাফল সঙ্গে সঙ্গেই পাবেন না, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আপনি যদি দলে তরুণদের সুযোগ দেন, তাহলে এমন কন্ডিশনে সফল হওয়া সহজ হবে না।'
এদিকে বিশ্বকাপের আগেও খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই পাকিস্তানের। টুর্নামেন্ট শুরুর আগে দলটি ইংল্যান্ড সফ??ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। তাই আফ্রিদি চান না সেই সফরে তাদের দলে কোনো অপূর্ণতা থাকুক।
দল গঠনের ব্যাপারে আফ্রিদি আরো বলেন, 'আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা এমন একটি দল হিসাবে উন্নতি করতে চেয়েছিলাম, যাতে আমরা ইংল্যান্ডে পৌঁছানোর পর নিশ্চিত হতে পারি যে কোন খেলোয়াড়কে কোন নির্দিষ্ট পজিশনের খেলাতে পারি।'