পরীক্ষা-নিরীক্ষার জন্যই প্রথম ম্যাচে সাকিবকে খেলিয়েছিল রংপুর

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
সবশেষ বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিং করার সময় সাকিবের সমস্যা চোখে পড়েছে বেশ ভালোভাবেই। যে কারণে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলেই সিঙ্গাপুর উড়াল দিয়েছেন তিনি। সোহেল ইসলাম জানিয়েছেন, তারা আগে থেকেই জানতেন সাকিবের সমস্যার কথা এবং চোখের সমস্যা কতটা জটিল সেটা পরীক্ষা করতেই নাকি তাকে ম্যাচ খেলানো হয়েছে।
নির্বাচনের সময় সাকিব নিজেই জানিয়েছিলেন, ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন। যার প্রভাব নাকি পড়েছিল বিশ্বকাপে ব্যাটিং করার সময়ও। চোখের সমস্যা বেড়ে যাওয়ায় রংপুরের অনুশীলনে চশমা পড়ে ব্যাটিং করতে দেখা যায় সাকিবকে। এরপর চিকিৎসা নিতে যান লন্ডনে। সেখান থেকে ফেরেন বিপিএল শুরুর ঠিক একদিন আগে।

বরিশালের বিপক্ষে ব্যাটিং করার সময় সাকিবের চোখের সমস্যা হচ্ছিলো সেটা বোঝা গেছে টিভিতে দেখেই। ম্যাচ শেষে সেটা আরও স্পষ্ট হয় যখন শোনা যায় চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি। যার ফলে অন্তত তিনটি ম্যাচ মিস করতে পারেন সাকিব। বাঁহাতি এই ব্যাটারের চোখের সমস্যা বুঝতে তাকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল বলে জানিয়েছেন রংপুরের প্রধান কোচ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে সোহেল ইসলাম বলেন, ‘না, আমরা আসলে আগে থেকেই জানতাম চোখের কিছু সমস্যা ছিল। ম্যাচে সে খেলে দেখলো যে ম্যাচের জন্য কতটুুকু ...(প্রস্তুত) বা কতটা আমাদের সার্ভিস দিতে পারবে। এটাকে পরীক্ষা বলতে পারি, সে খেলা চালিয়ে যেতে পারবে কিনা। খেলা শেষে মনে হয়েছে না আসলেই তার চিকিৎসা দরকার। চিকিৎসা করে এসে যে কয়টা ম্যাচ খেলতে পারবে সেটা দলের জন্যই ভালো। তো সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেয়া।’
বিপিএল শেষ হওয়ার পরই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তিন সংস্করণে টাইগারদের অধিনায়ক হওয়ায় সাকিবের দেখভাল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। রংপুরের হাতে কিছু নেই বলে জানান সোহেল ইসলাম। রংপুরের প্রধান কোচ নিশ্চিত করেছেন, বিসিবি যেভাবে দিক নির্দেশনা দেবে সেভাবেই তারা এগোবেন।
তিনি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।’