কুমিল্লাকে মুম্বাইয়ের সঙ্গে মেলাতে চান না ইমরুল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ইমরুলের সেঞ্চুরি মিসের দিনে অঘটনের শিকার আবাহনী
৩ মার্চ ২৫
দুর্দান্ত ঢাকার কাছে হারের পর লিটন দাস সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, প্রথম হার নাকি তাদের জন্য সৌভাগ্যের। প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন নাকি এমন বীজ বনে দিয়েছিলেন দলের সবার মাঝে। প্রথম ম্যাচ হেরেও শিরোপা জেতার গল্প আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। একই চিত্র দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল জয়যাত্রায়। তবে কুমিল্লাকে আইপিএলের মুম্বাইয়ের সঙ্গে মেলাতে চান না ইমরুল কায়েস।
রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল- বিপিএলের সবশেষ আসরে সেরা চারে ওঠা তিন দলের কাছে হেরে নিজেদের মৌসুম শুরু করেছিল কুমিল্লা। সেরা উঠতে পারবে কিনা এমন শঙ্কা যখন চারিদিকে উঁকি দিচ্ছিলো তখন ঘুরে দাঁড়ায় তারা। এরপর টানা ৯ ম্যাচ সেরা জায়গা করে নেয় ইমরুলের দল। এমনকি সেরা চার পেরিয়ে শেষ পর্যন্ত শিরোপাও উঁচিয়ে ধরে কুমিল্লা।
এবারের মৌসুমটাও শুরু হয়েছে হার দিয়ে। ঢাকার বিপক্ষে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লার মতো প্রথম ম্যাচ হেরে শিরোপা জয়ের ইতিহাস আছে মুম্বাইয়েরও। রোহিত শর্মার দলের ইতিহাসটা অবশ্য কুমিল্লার আগে থেকেই। প্রথম চার আসরের জয় দিয়ে শুরু করলেও শিরোপা জেতা হয়নি মুম্বাইয়ের।

নিজেদের পঞ্চম মৌসুমে এসে প্রথমবার মৌসুমের প্রথম ম্যাচে হারে তারা। এরপর টানা মৌসুমের সবগুলোতেই প্রথম ম্যাচে হারে তারা। যেখানে ১০ মৌসুমে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের দল। আইপিএলের মুম্বাইয়ের সঙ্গে বিপিএলের কুমিল্লার মিল দেখতে পারছেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল ইমরুলকে।
জবাবে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘নাহ, সবাই মাঠে নামে জেতার জন্য। প্রথম ম্যাচে সবাই একটু নার্ভাস থাকে। পরিকল্পনায় কিছুটা ঘাটতি থেকে যায়। আমার মনে হয় এই ছোটো ভুলগুলোর জন্য হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের টিম সেটআপ কেমন সেটা জানি না। ওদের হিসেব আলাদা, আমাদেরটা আলাদা। আমরা চেষ্টা করি জেতার, জিততে পারি না। তারপর থেকে আমরা সেরা পরিকল্পনা ও কম্বিনেশন নিয়ে মাঠে নামি।’
উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে শুরুতে উইকেট হারালেও ইমরুল ও তাওহীদ হৃদয়ের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। তবে প্রত্যাশিত দ্রুত রান তুলতে পারেননি তারা। শেষ দিকে ২ ওভারে ৫ উইকেট হারানোয় পুঁজিটা বড় করতে বর্তমান চ্যাম্পিয়ন। লক্ষ্য তাড়ায় দানুষ্কা গুনাথিলাকা ও নাইম শেখের ব্যাটে জয়ের ভিত গড়ে ঢাকা। শেষ দিকে রোমাঞ্চ দেখা গেলেও ম্যাচ জিততে পারেনি কুমিল্লা।
প্রথম ম্যাচ হারলেও খুব বেশি আক্ষেপ নেই চারবারের চ্যাম্পিয়নদের। হার দিয়ে শুরু করা কুমিল্লার কাছে স্বাভাবিক হয়ে গেছে বলে জানান ইমরুল। দলটির সাবেক অধিনায়ক মনে করেন, প্রথম ম্যাচ হার??ে নিজেদের ভুল-ত্রুটিগুলো দেখা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়। ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চান তারা।
ইমরুল বলেন, ‘প্রথম ম্যাচে কুমিল্লা সবসময় হারে। এটা আমাদের কাছে নরমাল হয়ে গেছে। বিগত আসরগুলোতেও আমরা প্রথম ম্যাচে হেরেছি। এতে একটা সুবিধা হয়, অনেক ভুল-ত্রুটি ধরা পড়ে। এগুলো নিয়ে কাজ করা যায়। আমরা আজ এগুলো নিয়ে কাজ করেছি, আশা করি কালকে ভুলগুলো শুধরে আমাদের সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামব।’