ওপেনিং নিয়ে করা মন্তব্যে রিজওয়ানকে ধুয়ে দিলেন আমির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪২ ম্যাচে ১৭ জয়, তবুও বেতন বাড়ছে বাবর-রিজওয়ানদের

১০ জুলাই ২৫
পাকিস্তান দল, ফাইল ফটো

লম্বা সময় ধরে পাকিস্তানের হয়ে ওপেনিং সামলাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তবে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে এই ওপেনিং জুটি ভেঙেছে দলটির ম্যানেজমেন্ট। সিরিজ জুড়ে নতুন ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে তাদের। রিজওয়ানের মতে এমন সিদ্ধান্ত দলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তার এমন মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন দলটির সাবেক পেসার মোহাম্মদ আমির।


নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুজন ব্যাটারের সঙ্গে ওপেনিং করেছেন রিজওয়ান। যেখানে প্রথম চার ম্যাচে তার সঙ্গী ছিলেন সাইম আইয়ুব। তারা দুজন প্রথম ম্যাচে ৩৩ রানের জুটি গড়লেও পরের তিন ম্যাচে যথাক্রমে ৮, ২৩ ও ৫ রানেই থামতে হয়েছে। যেখানে চার ম্যাচে আইয়ুব করেন মোটে ৩৯ রান।


promotional_ad

সিরিজের শেষ ম্যাচে আইয়ুবের পরিবর্তে পাকিস্তানের হয়ে অভিষেক হয় হাসিবুল্লাহ খানের। তবে ব্যাট হাতে শূন্য রান করে তিনিও ব্যর্থ হয়েছেন। মূলত ওপেনিংয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতেই ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত। কিন্তু রিজওয়ানের মতে এমন সিদ্ধান্তের কারণে পাকিস্তান দলে নেতিবাচক প্রভাব পরেছে। সিরিজের চতুর্থ ম্যাচ হেরে এমন মন্তব্য করেছিলেন তিনি।


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

২৪ এপ্রিল ২৫
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো

রিজওয়ান বলেছিলেন ‘আপনি বলতে পারেন, এটা (উদ্বোধনী জুটি ভাঙা) পাকিস্তানকে আঘাত করেছে। ওপেনিং জুটির ব্যাপারে আমরা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন এবং হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি শুধু এটুকুই বলতে পারি, বাবর ভাইয়ের মন অনেক বড়। আমরা দুজন সম্মত হয়েছি যে, কোনো সমস্যা নেই, ম্যানেজমেন্ট যাই করার চেষ্টা করতে চায়, তাদের পরীক্ষা করা উচিত।’


পাকিস্তানের এই ব্যাটারের মন্তব্য সহজ ভাবে নিতে পারেননি দলটির সাবেক পেসার আমির। নিজের 'এক্স' একাউন্টে রিজওয়ানকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে একটি পোষ্ট করেন আমির। যেখানে নাম উল্লেখ না করে 'ভাইজান' সম্বোধন করেন আমির। তার মতে এতো আগে মন্তব্য না করে, তরুণদের আরো সময় দেয়া উচিত।


নিজের 'এক্স' একাউন্টে আমির উর্দুতে বলেন, ‘ভাই, আপনি চার বছর মজা করেছেন। তরুণরা চার ম্যাচে ব্যর্থ হলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যখন নতুন কিছু করার চেষ্টা করবেন, তখন আপনাকে তাদের সময় দিতে হবে। এটা খুবই সহজ বিষয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball