promotional_ad

বিপিএলে সুইপ কার্যকর হবে, বিশ্বাস অ্যালেক্স রসের

দুর্দান্ত ঢাকা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

চলতি বিগব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন অ্যালেক্স রস। বিগব্যাশ শেষ না হলেও অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার এখন বাংলাদেশে। কারণ তার দল বিগব্যাশের প্লে অফে জায়গা করে নিতে পারেনি। এই সুযোগে তাকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুর্দান্ত ঢাকা।


শনিবারই বিপিএলে খেলতে ঢাকায় এসেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। দলের সঙ্গে সেরেছেন অনুশীলনও। রস সুইপ খুব ভালো খেলেন। এ কারণে তার নামের পাশে ধারাভাষ্যকাররা যুক্ত করে দিয়েছেন 'সুইপলজিস্ট' বিশেষণ। রস নিজেও এই নাম উপভোগ করেন। ঢাকায় এসেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন মাঠে নামতে তর সইছে না তার।



promotional_ad

অনুশীলন শেষে রস বলেন, ‘খুবই রোমাঞ্চিত। সবকিছুই খুব দ্রুত হয়ে গেল। আমি এখন দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি টিভিতে বিপিএল দেখেছি কিছুটা। প্রথম ম্যাচটা ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’


আরো পড়ুন

মিরাজের কাছে প্রতি ম্যাচই নক আউট, রসের কাছে ফাইনাল

৩০ জানুয়ারি ২৫
অ্যালেক্স রস (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলেছেন রস। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই। তাই এলপিএলে খেলার অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি। অনুশীলনেও দুই দেশের উইকেটের অনেক মিল খুঁজে পেয়েছেন এই অজি ক্রিকেটার।


তার ভাষ্য, ‘আমি আজ নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি গত বছর। ওইখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটে অনেক মিল। তবে আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’



চলতি বিগব্যাশে স্পিন সহায়ক উইকেটে বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে রসকে। সেখান থেকেও কিছু অভিজ্ঞতা নিয়ে বিপিএল মাতাতে চান রস। তিনি বলেন, ‘আমরা এবার বিগ ব্যাশে কিছু ম্যাচে বাজে উইকেট পেয়েছি। কিছুটা অভিজ্ঞতা হয়েছে স্পিন করা বলের বিপক্ষে খেলে, উইকেটও মন্থর ছিল। তবে টিভিতে যা দেখলাম, তার সঙ্গে সব সময় মিলবে না। আমি শুধু এখানে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’


নিজের পছন্দের শট সুইপ নিয়ে রস বলেছেন, ‘আমার মনে হয়, সুইপ এখানে খুব কার্যকর হবে। আপনি ক্রিজ ছেড়ে খেলতে চাইবেন না খুব একটা। সুইপ ও রিভার্স সুইপ—এভাবে যদি কিছু বাউন্ডারি পাওয়া যায়, সে চেষ্টা করব। বিশেষ করে অল্প রানের ম্যাচে আপনি যদি স্পিনের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে ভালো। আশা করি, আমি সেটা করতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball