পাকিস্তান ছেড়ে ইংল্যান্ড যাওয়ার ভুয়া সংবাদে বিরক্ত সরফরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরাই পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করেছিলাম: সৌরভ
২২ ঘন্টা আগে
সাম্প্রতিক সময়ে পরিবার নিয়ে ইংল্যান্ডে ঘুরতে গেছেন সরফরাজ আহমেদ। পাকিস্তানি এই উইকেটরক্ষকের ঘুরতে যাওয়াকে নিয়েই সৃষ্টি হয়েছে গুজব। পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম দাবি করে, স্থায়ীভাবেই ইংল্যান্ডে চলে গেছেন সরফরাজ। মুহূর্তের মধ্যে ভুয়া সংবাদটি ছড়িয়ে পড়ে পুরো ক্রিকেট বিশ্বে। এমন মিথ্যা সংবাদে বিরক্ত সরফরাজ।
পাকিস্তান ছেড়ে একেবারে 'স্থায়ীভাবে' ইংল্যান্ডে চলে গেছেন সরফরাজ- এমন সংবাদ সবার আগে প্রকাশ করে ‘ক্রিকেট পাকিস্তান’। তারা তাদের প্রতিবেদনে লিখে, স্ত্রী এবং দুই সন্তান নিয়ে সরফরাজ এখন থেকে ইংল্যান্ডের লন্ডনে বসবাস করবেন।

শুধু তাই নয় পাকিস্তান দল থেকে বাদ পড়ার হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সরফরাজ- এমনটাও দাবি করে তারা। এ নিয়ে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়।
বিতর্ক ছড়িয়ে যাওয়ার একদিনের মাঝেই অবশ্য এ নিয়ে মুখ খুলেছেন সরফরাজ। সামা টিভিকে তিনি বলেন, ‘আমি পাকিস্তান ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না। এ ধরনের বানোয়াট খবর ছাপানোর আগে নিশ্চিত হয়ে নিন।’
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের হয়ে সিরিজের প্রথম টেস্টে (পার্থ টেস্ট) খেলেছিলেন সরফরাজ। যদিও ব্যর্থতার কারণে বাদ পড়েন পরের দুই টেস্ট থেকে। এরপর পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ জানান, চাঙা হওয়ার জন্যই সরফরাজকে বিশ্রাম দিয়েছে তারা।
২০০৭ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে যাত্রা শুরু হয় সরফরাজের। ২০১৭ সালে তার অধিনায়কত্বে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই পাকিস্তানের শেষ শিরোপা।