আইপিএলের সঙ্গে রেকর্ড অর্থে চুক্তি বাড়াল টাটা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড
১৯ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লগের (আইপিএল) টাইটেল স্পন্সর খুঁজতে নিলাম ডেকেছিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিলামে নিজেদের চুক্তি বাড়াতে সক্ষম হয়েছে টাটা গ্রুপ। নতুন চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রতি বছর ৫০০ কোটি রুপি দেবে ভারতীয় বোর্ডকে। ফলে পূর্বের চুক্তির তুলনায় বিসিসিআই এর আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩১ কোটি রুপি।
২০১৮ সালে চীনের স্মার্টফোন কোম্পানি ভিভোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে বিসিসিআই। কিন্তু ২০২২ সালে ভারত-চিন সামরিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতির জন্য সেই চুক্তি আগেভাগেই ভেঙে যায়। ফলে ২০২২ ও ২৩ মৌসুমের জন্য টাটা গ্রুপ অস্থায়ীভাবে টাইটেল স্পন্সরশীপ পায়।

সেই মেয়াদ শেষ হয়ে গেছে গত আইপিএলেই। তাই নতুন মৌসুম থেকে নতুন টাইটেল স্পন্সর খুঁজতে নিলামের বার্তা দিয়েছিল বিসিসিআই। যেখানে টাটা ছাড়াও অংশ নেয় আদিত্য বিড়লার কোম্পানি। আদিত্য বিড়লা পাঁচ বছরের চুক্তির জন্য মৌসুম প্রতি ৫০০ কোটি রুপির রেকর্ড চুক্তির প্রস্তাব দেয়। একই প্রস্তাব ছিলো টাটারও। আগের চুক্তি সফলভাবে শেষ করায় নতুন চুক্তি টাটাই পায়।
বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘শনিবার টাটা গ্রুপকে ৫ বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সরশীপ রাইটস দেয়া হয়েছে। এই কোম্পানি অতীতের রেকর্ড ভেঙে ২ হাজার ৫০০ কোটি রুপির বিনিময়ে আইপিএল এর টাইটেল স্পন্সরের অধিকার ধরে রাখতে সক্ষম হয়েছে।'
নতুন চুক্তি অনুযায়ী টাটা আইপিএলের সঙ্গে থাকবে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত। নতুন চুক্তি অনুযায়ী ১৩১ কোটি রুপি আয় বেড়েছে বিসিসিআই এর। এমন চুক্তি করতে পেরে বেশ উচ্ছ্বসিত আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। তার মতে এই চুক্তি বিশ্বব্যাপী আইপিএলের অবস্থানকে আরো জড়দার করেছে।
টাটার সঙ্গে রেকর্ড চুক্তি নিয়ে ধুমাল বলেন, 'আইপিএল এর সঙ্গে টাটা গ্রুপের ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তিটি আইপিএলের যাত্রার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। টাটার সঙ্গে ২ হাজার ৫০০ রুপির এই রেকর্ড ব্রেকিং চুক্তি বিশ্ব ক্রীড়া জগতে আইপিএলের প্রভাব ও অবস্থানকে আবারো নিশ্চিত করল।'