promotional_ad

ক্রিকেটারদের তোপের মুখে অবস্থান পরিষ্কার করলেন মিজানুর

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মিজানুর-মাহফিজুলের রেকর্ড জুটিতে ব্রাদার্সের বিশাল জয়

৭ মার্চ ২৫
মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

গত দুই মৌসুম ধরে পাওনা পারিশ্রমিক পাননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। বেশ কিছুদিন ধরেই তারা নিজেদের অসন্তোষের কথা জানিয়ে আসছিলেন ক্লাবটির ম্যানেজমেন্টকে। তবে কোনো কিছুর কূল কিনারা হয়নি। 


অবশেষে শনিবার মিরপুরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কয়েকজন ক্রিকেটার ও টিম ম্যানেজার আমিন খান সংবাদ সম্মেলন করেছেন। আমিন জানিয়েছেন দলটির পৃষ্ঠপোষক বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান চুক্তি অনুযায়ী টাকা না দেওয়াতে ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক বুঝে পাননি।



promotional_ad

এই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল। দলের সঙ্গে মাঠেই ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির কর্নধার মিজানুর রহমান। দলের খেলা শেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। জানিয়েছেন তিনি ক্লাব থেকে সরে এসেছেন ৩ বছর আগে। 


আরো পড়ুন

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

১১ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিজানুর বলেন, ‘এটা তিন বছর আগের ঘটনা। আমি ব্রাদার্স থেকে তিন বছর আগে বেরিয়ে এসেছি। সিসিডিএম থেকে রিজাইন করেছি। কাউন্সিলরশিপ প্রত্যাহার করেছি। তাদের (ব্রাদার্স) সঙ্গে তিন বছর ধরে পাওনা তো দূরে থাক, কথাবার্তাই নেই।'


বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের কথা মতো দলটিকে ১ কোটি ৪০ লাখ টাকা দিলেও তার দাবি ক্লাব সেই টাকা ক্রিকেটারদের দেয়নি। মিজানুর বলেন, 'মল্লিক ভাই (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার) আমাকে বলেছিলেন ওদের এক কোটি টাকা দিতে। আমি ওদের এক কোটি ৪০ লাখ টাকা দিয়েছি। এখন খেলোয়াড়রা না পেলে কিছু করার নেই।’



উল্টো ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাল্টা অভিযোগ করে মিজানুর বলেন,  ‘দ্বন্দ্ব হচ্ছে, খেলোয়াড়দের তারা (ম্যানেজমেন্ট) টাকা দেয় না। টাকা নিয়ে টাকা দেয় না। আমি সেখানে কেন থাকব? আমাকে যুক্ত করা হয়। একজন খেলোয়াড় নিলে আমার তো জানতে হবে। আমি তো জানিই না। সেখানে কেউই দল করবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball