এখনও চোখের সমস্যায় ভুগছেন সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
খালেদ আহমেদের ফুলার লেংথের বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন সাকিব আল হাসান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ বলে ২ রান। ফলে ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দলটি। শুরুর ধাক্কা সামলে অবশ্য নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি ও শেখ মেহেদীর ব্যাটে ভর করে ১৩৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল রংপুর।
৫ বল বাকি থাকতেই এই লক্ষ্য পেরিয়ে যায় ফরচুন বরিশাল। ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছিলেন সাকিব। নিয়েছিলেন ইব্রাহীম জাদরান ও মুশফিকুর রহিমের উইকেট। ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান তাকে প্রশংসায় ভাসিয়েছেন।

যদিও তিনি শঙ্কার কথাও জানিয়েছেন। গেল বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা ভুগছেন সাকিব। বিপিএলের আগে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিল যুক্তরাজ্যেও। তবে এখনও এই সমস্যা বয়ে বেড়াচ্ছেন তিনি। নিয়মিত চিকিৎসকের সঙ্গে সাকিবের কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন সোহান।
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫
তিনি বলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে। ’
সাকিব নিজেই কদিন আগে জানিয়েছিলেন চোখের সমস্যা কাটিয়ে উঠতে তাকে মানসিক চাপ কমানোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তবে মাঠের ব্যস্ততার সঙ্গে সাকিবের লড়তে হচ্ছে রাজনৈতিক ব্যস্ততার সঙ্গেও। কদিন আগেই সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
এর ধকল কাটিয়ে ওঠার আগেই ফিরতে হয়েছে অনুশীলনে। নির্বাচনের পরের দিনই মিরপুরে অনুশীলনে যোগ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি। সাকিব যখন বিপিএলে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলতে নামলেন, তখন কী অবস্থা সাকিবের? এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘যেটা বললাম স্ট্রাগল করছে। ’