জিতেও আক্ষেপ তামিমের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
আজমতউল্লাহ ওমরজাইকে চার মেরে রানের খাতা খুলেছিলেন তামিম ইকবাল। প্রথম ওভারে আরও দুটি চার মেরেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তিনি জানিয়েছেন শুরুতে বাউন্ডারি পাওয়ায় তার কাজটা সহজ হয়ে গিয়েছিল। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম।
বাঁহাতি এই ওপেনার আউট হয়েছেন ২৪ বলে ৩৫ রান করে। তার ইনিংস জুড়ে ছিল ১টি ছক্কা ও ৫টি চারের মার। এমন পারফরম্যান্সের পরও তামিম পা মাটিতেই রাখছেন। তিনি মনে করেন এই এক ইনিংসই এবারের বিপিএলে পারফরম্যান্স কেমন হবে তা বলে দেবে না। তাই সময় নিয়ে এগোতে চান তামিম।

নিজের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, 'দ্রুত বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি, পিকেএসপিতে যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তারপরও নার্ভ তো থাকেই তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন সেটা তখন একটু কমে আসে।'
তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান
১৯ ঘন্টা আগে
সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলের লক্ষ্য নিয়ে তামিম বলেন, 'ভালো তো অবশ্যই লাগবে তবে পুরো টুর্নামেন্ট কেমন খেলবো সেটা তো এই ইনিংস ডিফাইন করবে না। ডিফাইন করবে যখন অন্য ধরণের চ্যালেঞ্জ আসবে তখন আমি কিভাবে সামলাই। তবে এটা ভালো শুরু, আমি খুশি।'
জিতেও কিছুটা আক্ষেপে পুড়েছেন তামিম। বিশেষ করে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তার দলকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণেই দ্রুত জেতা সম্ভব হয়নি তাদের। তামিমের বিশ্বাস বলে বলে রান নিলেও এর আগেই ম্যাচ জেতা সম্ভব ছিল।
বরিশাল অধিনায়কের ভাষ্য, 'আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম। একই বিষয় মিরাজও… মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করতেছিল, ওই মুহূর্তে ওই শটের দরকার ছিল না। এগুলোর কারণেই খেলা লম্বা হয়েছে তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।'