‘ভারত ফেভারিট কিন্তু বাজবলকে ফেলে দেয়া যাবে না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিবদের দেশপ্রেম ও নাসেরের চোখে বাস্তবতা
৩০ মার্চ ২৩
ভারতের স্পিন নির্ভর উইকেটে বাজবল খেলে সাফল্য পাওয়া যাবে কিনা তা সংশয়ের শেষ নেই। অনেকের ধারণা ঘরের মাঠে পারলেও ভারতে বাজবলে টিকতে পারবে না ইংল্যান্ড। নিজেদের মাটিতে খেলা হওয়ায় বরাবরই ফেভারিট বিরাট কোহলি-রোহিত শর্মারা। ভারত ফেভারিট হলেও বাজবলকে ফেলে দেয়া যাবে না বলে মনে করেন নাসের হুসেইন।
ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হওয়ার পরই তাদের টেস্ট খেলার ধরণ বদলে যায়। বেন স্টোকসের নেতৃত্বে খানিকটা ওয়ানডে মেজাজে ধুম-ধাড়াক্কা ক্রিকেট খেলছে ইংলিশরা। ঘরের মাঠে সাফল্য পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ জিততে পারেনি তারা। এদিকে পাকিস্তান সফরে সাফল্য পেলেও ভারতের সঙ্গে মেলানোর খুব বেশি সুযোগ নেই।

ঘরের মাঠে খেলা হলে বেশিরভাগ সময়ই প্রতিপক্ষকে স্পিন দিয়ে ঘায়েল করে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজারা ব্যাটারদের নাভিশ্বাস তুলে ফেলেন। এবারও এমন কিছুই হবে বলে অনেকেই অনুমান করছেন। ইংল্যান্ড নতুন ঘরানায় ভারতে কেমন খেলে এমনটাও দেখার অপেক্ষায় ক্রীড়ামোদি মানুষেরা। কদিন পর শুরু হতে যাওয়া সিরিজে ভারতকেই ফেভারিট মানছেন নাসের। তবে বাজবলকে একেবারে ফেলে দিতে চান না তিনি।
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে নাসের বলেন, ‘ভারত ফেভারিট কিন্তু বাজবলের প্রতিটি চ্যালেঞ্জে তারা তাদের শক্তির জায়গায় অটল ছিল। বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালাম রেকর্ড সত্যিই খুব ভালো। আমি তাদের ফেলে দিতে পারছি না। বাজবল খুবই সফল বিশেষ করে ঘরের মাঠে। অস্ট্রেলিয়া এবং ভারতে সফর করা সবচেয়ে কঠিন দুটি জায়গা। ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
এদিকে ভারতের উইকেট যে স্পিন নির্ভর হবে সেটা মনে করিয়ও দিয়েছেন মাইকেল আথারটন । ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং অশ্বিন। তারা সবাই অভিজ্ঞ হলেও এখানে বেশি পিছিয়ে ইংল্যান্ড। জ্যাক লিচ ছাড়া অন্যদের খুব অভিজ্ঞতা নেই বললেই চলে। যা ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন আথারটন।
তিনি বলেন, ‘আপনি যদি ভারতে যান তাহলে স্পিন বড় ভূমিকা রাখবে। ঐতিহ্যগতভাবেই এমনটা হয়ে আসছে, আমার মনে হয় এটা সবসময় হবে। ভারতের দারুণ পেস বোলিং অ্যাটাকও আছে। ইংল্যান্ডের জন্য ভারতের ভিন্ন চারজন স্পিনার আছে। তাদের রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো দুজন বাঁহাতি এই স্পিনার আছে।’
‘রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব আছে এবং অশ্বিন সর্বকালের অন্যতম সেরা স্পিনার। ইংল্যান্ডেরও জ্যাক লিচের মতো ভালো বাঁহাতি স্পিনার আছে। তারপর টম হার্টলি, শোয়েব বাসির এবং রেহান আহমেদের মতো অনভিজ্ঞ। এটা তাদের জন্য আলাদা একটা চ্যালেঞ্জ হবে। কিন্তু নির্বাচকরা তাদের মাঝে আশা দেখছেন।’