promotional_ad

বিশ্রামে মিচেল, ডাক পেলেন রাচিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন

১৩ ঘন্টা আগে
টুর্নামেন্ট শুরুর পুরষ্কার হাতে রাচিন রবীন্দ্র, আইসিসি

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে ড্যারিল মিচেলকে। তারকা এই অলরাউন্ডারের জায়গায় দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে মিচেলকে বিশ্রাম দোর কথা নিশ্চিত করেছেন গ্যারি স্টিড।


গত বছরের ৩০ আগষ্ট থেকে নিউজিল্যান্ডের হয়ে ৩৪ ম্যাচের মাঝে ২৮টিতে খেলেছেন মিচেল। বাকি যে ৬টি ম্যাচ মিস করেছেন সবগুলোই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ছিলেন না তিনি। ঘরের মাঠে ৫০ ওভারের ক্রিকেটেও বিশ্রাম দেয়া হয়েছিল কিউই এই অলরাউন্ডারকে।



promotional_ad

রবিবার শেষ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। যা শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। এদিকে ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে তাদের।


ব্যস্ত সূচিতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে পকিস্তানের বিপক্ষে চার টি-টোয়েন্টিতে দুই হাফ সেঞ্চুরি করা মিচেলকে বিশ্রাম দিচ্ছে কিউইরা। সেই সঙ্গে সিরিজে ৪-০ এগিয়েও আছ?? স্বাগতিকরা। মিচেলকে বিশ্রাম দেয়া নিয়ে স্টিড বলেন, ‘এই ম্যাচ (পঞ্চম টি-টোয়েন্টি) থেকে ড্যারিল মিচেলকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’


‘সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। ড্যারিল আমাদের জন্য তিন সংস্করণের ক্রিকেটার। এই সময়ের মাঝে এটা গুরুত্বপূর্ণ যে আমরা তার ওয়ার্কলোড ম্যানেজ করছি। আমাদের ঘরের মাঠে খেলাগুলোর বড় অংশ হতে সে মুখিয়ে আছে। তাই আমরা ভেবেছি এটাই আমাদের জন্য বড় সুযোগ তাকে বিশ্রাম দেয়া। আমরা সিরিজটা ইতোমধ্যে জিতে নিয়েছি।’



২৩ ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন রাচিন। এরপর একটি মাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১৫ জানুয়ারি ওয়েলিংটনের হয়ে রাচিনের খেলা ছিল নর্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষে। রাচিনকে নিয়ে স্টিড বলেন, ‘রাচিনকে আবারও দলে ফেরাতে পারাটা দারুণ ব্যাপার। সে বিশ্রামে ছিল এবং ওয়েলিটংন ফায়ারবার্ডসের হয়ে একটি ম্যাচ খেলেছে। আমরা তাকে যে ভূমিকায় খেলাতে চাই সে এই দলের সঙ্গে সেভাবে মানায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball