পিসিবি প্রধানের পদ থেকে জাকা আশরাফের পদত্যাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ পদত্যাগ করেছেন। কদিন আগেই পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আনোয়ার-উল-হক কাকার।
এরপরই পিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার তার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানকে নিয়োগ দেবেন বলে জানা গেছে।

২০২৩ সালের জুলাই মাসে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরপর থেকেই তিনি দারুণ দক্ষতার সঙ্গে পিসিবির এই শীর্ষ দায়িত্ব পালন করে আসছিলেন। যদিও বেশ কিছু বিতর্কেরও জন্ম দিয়েছেন।
বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্কের অবনতি হয়েছে। তার আমলেই তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। পাকিস্তানের কোচিং প্যানেল ও বোর্ডেও বড় ধরনের পরিবর্তন এসেছে।
এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) লাহোরে ম্যানেজিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা দেন জাকা আশরাফ। বিদায় বেলায় তিনি জানিয়েছেন পাকিস্তান দলের জন্য তার প্রার্থনা অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে জাকা আশরাফ বলবেন, ‘আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ। পাকিস্তান ও পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য আমার প্রার্থনা অব্যাহত থাকবে।'