promotional_ad

তাসকিন-মোসাদ্দেকের পরামর্শে সফল শরিফুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম তিন ওভারেই মিতব্যয়ী বোলিং করেছেন শরিফুল ইসলাম। তবে কোনো উইকেটের দেখা পাচ্ছিলেন না। ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভার করতে আসেন শরিফুল। প্রথম বল ডট দিলেও এরপর খুশদিল শাহর তোপের মুখে পড়েন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

টানা দুই বলে দুই ছক্কা হজম করেন তিনি। এরপর চতুর্থ বলে পুল করতে গিয়ে শর্ট হার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন খুশদিল। পরের বলে শর্ট অব লেংথ ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দেন নাঈম শেখের হাতে। আর শেষ বলে মাহিদুল ইসলাম অঙ্কন অফ স্টাম্প লাইনের বল উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে ইরফান শুক্কুরকে ক্যাচ দিলে হ্যাটট্রিক তুলে নেন শরিফুল।


ম্যাচ শেষে ঢাকার এই পেসার জানিয়েছেন দুই ছক্কা হজম করার পরই তার কাছে ছুটে এসেছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও আরেক সতীর্থ তাসকিন আহমেদ। এই দুজনে থেকে গতির ভ্যারিয়েশন এনে বোলিংয়ের পরামর্শ দেন। আর তাতেই সাফল্য পেয়েছেন তিনি। শুধু উইকেটই নেননি। ক্রিকেট ক্যারিয়ারে পেয়েছেন প্রথম হ্যাটট্রিকের দেখা।



promotional_ad

নিজের শেষ ওভার নিয়ে শরিফুল বলেন, 'দুটা ছক্কা খাওয়ার পর মনে করছিলাম কিভাবে রান চেক দেওয়া যায়। কারণ, হয়তো আরেকটা যদি ছয় খেতাম স্কোরটা বড় হয়ে যেত। আমার লক্ষ্যটা ছিল যেন আমি ডট বল করতে পারি। দুটা ছক্কা খাওয়ার পর তাসকিন ভাই মোসাদ্দেক ভাই একই কথা বলেছিল যে, চেঞ্জ অব পেসটা করলে হয়তো ভালো হবে। কারণ, উইকেটে একটু আলাদা বাউন্স আছে।'


আরো পড়ুন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল

১ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন শরিফুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

সাদামাটা দল নিয়েও নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়েছে ঢাকা। ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলটিকে দারুণ সূচনা এনে দেন দলের দুই ওপেনার নাইম শেখ ও দানুশকা গুনাথিলাকা। গড়েন ১০১ রানের দুর্দান্ত জুটি। পরিকল্পনা অনুযায়ী খেলে জয় পেয়েছে তারা। তাই শরিফুলের মতে বড় কিংবা ছোট দল বলতে এখানে কিছুই নেই। যারা কম ভুল করবে তারাই জিতবে।


শরিফুলের ভাষ্য, 'পরিকল্পনা বলতে, লক্ষ্য ছিল যত বড় দলই হোক না কেন খেলাটা ২০ ওভারই হবে। ১১ জন খেলোয়াড়ই খেলতে পারবে, গোল বলের খেলা। এখানে যারা যত কম ভুল করবে সেই ভালো করবে। এখানে বড় দল ছোট দল বলতে কোনো কিছু নেই।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball