promotional_ad

প্রথম ম্যাচ হারই যেন 'সৌভাগ্য' কুমিল্লার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০তম আসরের শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দুর্দান্ত ঢাকার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছে ৪বারের চ্যাম্পিয়নরা। তবে এই হারেও 'ইতিবাচক' অনেক কিছু দেখছেন কুমিল্লা দলপতি লিটন দাস। 


বিপিএলের গত আসরও হার দিয়ে শুরু করে কুমিল্লা। শুধু তাই নয়, টানা তিন হারে একেবারে ব্যাকফুটেই চলে গিয়েছিল দলটি। কিন্তু সেখান থেকে জয়ের ধারায় ফিরে কুমিল্লা শুধু শেষ চারেই ওঠেনি, বরং শিরোপাও জিতেছিল।



promotional_ad

৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে কুমিল্লা। এরপর বাকি দুই ম্যাচ জিতে শিরোপা জয়ের উল্লাস করে কুমিল্লা। এর আগে ২০১৫ বিপিএলেও হার দিয়ে শুরু করে পরে শিরোপা জেতে দলটি, এবারও হারে শুরু করল কুমিল্লা।


দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫ উইকেটের হারে টুর্নামেন্ট শুরু করা দলটির অধিনায়ক লিটন দাস বলেন, 'প্রতিটি হারই কষ্টের। আমি অধিনায়ক, আমি চাইব সব ম্যাচ জিততে। অবশ্যই এদিক দিয়ে তো খারাপ লাগবেই হেরে গেছি।'


তবে হার নিয়ে চিন্তিত নন লিটন। কারণ দলটির হেড কোচ সালাউদ্দিন আহমেদ তাকে জানিয়েছে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কুমিল্লার জন্য সৌভাগ্যর। লিটন বলেন, 'এটাও সত্যি যে কুমিল্লা প্রথম ম্যাচ হারে। স্যার (হেড কোচ) সেদিন বলছিলেন, আমরা প্রথম ম্যাচ হেরে যাই। হারটা নাকি এই সৌভাগ্য।'



এই ম্যাচ হারে বরং শাপে বর দেখছেন লিটন, 'একটা জিনিস ভালো হয়েছে, মোটামুটি মানের স্কোর করেও আমাদের বোলাররা দেখিয়েছে যে আমরা পারি। আমি দলটা দেখতে পারলাম কোথায় ঘাটতি আছে, কোথায় শক্তিশালী। এখন আমরা দলটা ভালোভাবে তৈরি করতে পারব। পরের ম্যাচ থেকে আশা করি যে ভালো কিছু হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball