promotional_ad

আমি কখনও বিপিএল জিতিনি, এবার জিততে চাই: মিরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়ক হিসেবে বড় কিছু অর্জনের লক্ষ্য লিটনের

৮ মিনিট আগে
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংস, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে কোনোবারই বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। গত মৌসুমের মতো এবারও বরিশালের হয়ে খেলছেন না মিরাজ। সবশেষ আসরে শেষ চার থেকে বিদায় নিলেও এবার শিরোপা খরা কাটাতে চান এই অলরাউন্ডার


দেশি বিদেশি ক্রিকেটার নিয়ে এবার শক্তিশালী দল গড়েছে বরিশাল। মিরাজের সঙ্গে বরিশাল দলে আছেন জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের নিয়ে এবার শিরোপা জিততে আশাবাদী মিরাজ।


promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রত্যাশা একটাই যে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে হবে। কারণ, আমি একটা কথা বলে এসেছিলাম গত বছরও এ বছরও বলছি যে আমি কখনও বিপিএল চ্যাম্পিয়ন হতে পারি নাই। একবার চ্যাম্পিয়ন হতে চাই। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা প্র্যাকটিসে করেছি। চেষ্টা করব, চ্যাম্পিয়ন হওয়ার জন্য।'


আরো পড়ুন

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে জাদেজার ঘাড়ে মিরাজের নিঃশ্বাস

৭ মে ২৫
জিম্বাবুয়ে সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন ১৫ উইকেট, ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর আর প্রতিযোগীতামূলক ক্রিকেটে খেলা হয়নি বরিশাল অধিনায়ক তামিমের। বিপিএল দিয়েই আবার মাঠে ফিরতে চলেছেন বাঁহাতি এই ওপেনার। সেই সঙ্গে বিশ্বকাপ থেকেই চোট বয়ে বেড়াচ্ছেন মাহমুদউল্লাহ। এরপরও চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি।


মিরাজ মনে করেন সিনিয়র এই তিন ক্রিকেটার থাকায় দলের ভারসাম্য ভালো হয়েছে। তাদের ওপর দায়িত্ব বেশি থাকলেও বাকিদের পারফরম্যান্স করতে হবে সেটা মনে করিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। 


এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এটা আমাদের টিমের জন্য বিরাট সুবিধা। যে আমাদের তিন সিনিয়র আছে এবং অভিজ্ঞ প্লেয়ার আছে। এটা অবশ্য আমাদেরকে এগিয়ে রাখবে। একটা জিনিস যে, আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই সবার দিকে না তাকিয়ে নিজের পারফর্মটা করতে হবে।'


তিনি যোগ করেন, 'দিন শেষে, আমাদের যে সিনিয়র প্লেয়ার আছে তাদের দায়িত্ব বেশি কিন্তু আমাদেরও তো দায়িত্ব আছে। যে আমরা যদি চিন্তা করি যে না আমরা কিভাবে ম্যাচটা খেলব। তাদের উপর যদি বেশি আশা থাকে তাহলে… বেশি হয়। একটা জিনিস যে আপনি যেটা বললেন, সেটা আমাদের টিমের জন্য অ্যাডভান্টেজ। বাট সবার পারফর্ম করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball