বিপিএলে যত হ্যাটট্রিক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল
১ ফেব্রুয়ারি ২৫
শরিফুল ইসলামের অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বলে উড়িয়ে মারার চেষ্টা করলেন মাহিদুল ইসলাম অঙ্কন। টপ এজ হয়ে বল উপরে উঠে যাওয়ায় দৌড়ে এসে সহজেই ক্যাচ লুফে নেন উইকেটকিপার ইরফান শুক্কুর। হ্যাটট্রিকের উল্লাসে মেতে উঠলেন পেসার শরিফুল ও তার সতীর্থরা। যা এবারের বিপিএলে কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক।
খুশদিল শাহর বিপক্ষে ডট দিয়ে ইনিংসের শেষ ওভারটা শুরু করেছিলেন শরিফুল। তবে পরের দুই বলে দুই ছক্কা হজম করতে হয়েছে বাংলাদেশের এই পেসারকে। চতুর্থ ডেলিভারিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান শরিফুল। বাঁহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন।

পঞ্চম বলে শরিফুলের শর্ট লেংথ ডেলিভারিতে খেলতে গিয়ে মিড অনে থাকা নাইম শেখের হাতে ক্যাচ দিয়েছেন। আর ইনিংসের শেষ বলে মাহিদুলকে ফিরিয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করলেন শরিফুল।
‘একার খুশির চেয়ে সবার খুশিটা হলে ভালো হতো’
১৯ ফেব্রুয়ারি ২৪
এর আগে বাংলাদেশের বোলারদের মাঝে বিপিএলে হ্যাটট্রিক করেছেন আল আমিন হোসেন, স্পিনার আল আলিস ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। ২০১৫ সালে বাংলাদেশিদের মাঝে সবার আগে হ্যাটট্রিক করেছিলেন আল আমিন। বরিশাল বুলসের হয়ে খেলা এই পেসার ফিরিয়েছিলেন সিলেট সুপারস্টারসের রবি বোপারা, হাসান এবং মুশফিকুর রহিমকে।
পরের হ্যাটট্রিক করা করেন আলিস ২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে। ঢাকা ডায়নামাইটসের হয়ে মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা এবং ফরহাদ রেজাকে টানা তিন বলে আউট করে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার আলিস। বাংলাদেশিদের মাঝে সবশেষ মৌসুমে হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা বাঁহাতি এই পেসার সিলেট সানরাইজার্সের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মিঠুনকে ফিরিয়েছিলেন। এবার হ্যাটট্রিক করেন পেসার শরিফুল। এদিকে বিদেশি হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ শামি, ওয়াহাব রিয়াজ এবং আন্দ্রে রাসেলের।
২০১২ সালে প্রথম আসরেই দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ওয়াহাব হ্যাটট্রিক পেয়েছিলেন ২০১৯ সালে, খুলনা টাইটান্সের বিপক্ষে। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলেছিলেন পাকিস্তানের এই পেসার। তৃতীয় বিদেশি হিসেবে রাসেল হ্যাটট্রিক করেছিলেন ২০১৯ সালে, চিটাগং ভাইকিংসের বিপক্ষে। রাসেল সেবার খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।