সল্টের পর চট্টগ্রামে শেফার্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য ফিল সল্টকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সল্টের পর এবার ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডের সঙ্গে চুক্তি করেছে তারা। ১৯ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামার ঘণ্টা তিনেক আগে এমন খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
শেফার্ডকে দলে নিলেও পুরো মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে পাবে না চট্টগ্রাম। বর্তমানে সাউথ আফ্রিকার এসএ২০ লিগে খেলছেন শেফার্ড। জোবার্গ সুপার কিংসের হয়ে খেলা শেষে বিপিএল খেলতে আসবেন তিনি। অর্থাৎ ১০ ফেব্রুয়ারির পর থেকেই পাওয়া যাবে এই অলরাউন্ডারকে।

বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমেও খেলতে দেখা যাবে শেফার্ডকে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের মতো এসএ ২০ শেষ করে বিপিএল খেলতে আসবেন সল্ট। ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন ইংল্যান্ডের এই ওপেনার।
সল্ট ও শেফার্ড ছাড়াও বিপিএলের এবারের আসরে চট্টগ্রামের হয়ে খেলবেন কুশল মেন্ডিস, নাজিবউল্লাহ জাদরান, স্টিফেন স্ক্যানাজি, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান এবং আভিস্কা ফার্নান্দো। বিপিএল খেলতে আসার কথা ছিল মোহাম্মদ হারিস এবং মোহাম্মদ হাসনাইনের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনাপত্তি পত্র না পাওয়ায় চট্টগ্রামের হয়ে খেলা হচ্ছে না তাদের দুজনের। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে হাসনাইনকে ছাড়েনি পিসিবি। এদিকে চুক্তির নিয়ম অনুযায়ী দুটি বিদেশি লিগ খেলে ফেলায় হারিসকে ছাড়েনি তারা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, ফিল সল্ট, নাজিবউল্লাহ জাদরান, শহিদুল ইসলাম, স্টিফান স্কিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, আভিস্কা ফার্নান্দো এবং রোমারিও শেফার্ড।