মিচেল-ফিলিপসের হাফ সেঞ্চুরিতে কিউইদের চারে চার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরাই পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করেছিলাম: সৌরভ
৯ মার্চ ২৫
ক্রাইস্টচার্চে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের হাফ সেঞ্চুরিতে সফরকারীদের সহজেই হারিয়েছে কিউইরা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সায়েম আইয়ুবের উইকেট হারায় তারা। ছয় বলে এক রান করে ম্যাট হেনরির বলে ফিরে যান তিনি।

তারপর বাবর আজমের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন রিজওয়ান। কিন্তু ১১ বলে ১৯ রান করে অ্যাডাম মিলনের বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান বাবর। তারপর দলীয় ৮৬ রানের মধ্যে ফখর জামান (৯) এবং সাহিবজাদা ফারহানকে (১) ফেরান লকি ফার্গুসন।
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
১৪ ঘন্টা আগে
আরেকপ্রান্তে হাত খুলে খেলতে থাকেন রিজওয়ান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৩ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৯০ রান করেন তিনি। শেষদিকে ইফতিখার আহমেদ ১৪ বলে ১০ করলেও ৯ বলে ২১ রান করে পাকিস্তানকে লড়াই করার লক্ষ্য এনে দেন মোহাম্মদ নাওয়াজ।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২০ রানের মধ্যে তিন উইকেট হারায় কিউইরা। তিনটি উইকেটই নেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের অধিনায়ক একে একে ফিন অ্যালেন (৮), টিম সাইফার্ট (০) এবং উইল ইয়াংকে (৪) ফেরান।
এরপর পাকিস্তানের বোলারদের আর কোনও সুযোগ দেননি মিচেল-ফিলিপস। দুজন মিলে ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান। ৪৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৭২ রান করেন মিচেল। ৫২ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭০ রান করেন ফিলিপস।