promotional_ad

বিসিএল-এনসিএলে অধিনায়কত্ব করেছি, চাপ নেই: শুভাগত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

এবারের বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করতে দেখা যাবে শুভাগত হোমকে। যদিও অধিনায়ক হিসেবে গত বিপিএলে সময়টা ভালো যায়নি এই স্পিন বোলিং অলরাউন্ডারের। ১২ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছিল চট্টগ্রাম। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। এবার অবশ্য ভালো কিছুর প্রত্যাশায় আছেন শুভাগত।


চট্টগ্রামের হয়ে অধিনায়কত্ব করার আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে শুভাগতর। ফলে বিপিএলে অধিনায়কত্বও চাপের কোনো কারণ নেই বলেই জানিয়েছেন এই অলরাউন্ডার। তিনি আশাবাদী নিজের পুরো অভিজ্ঞতা উজাড় করে দিতে পারবেন দলটির জন্য।



promotional_ad

এ প্রসঙ্গে শুভাগত বলেছেন 'চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে। আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি, আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়।'


চট্টগ্রাম দলে এবার এক ঝাঁক তরুণ ক্রিকেটার খেলবেন। ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে শাহাদাত হোসেন দিপুর মতো ক্রিকেটার। তাদের ওপরই আস্থা রাখতে চান চট্টগ্রাম অধিনায়ক। তারা নিজেদের ভূমিকা পালন করতে পারলে বিপিএলে চট্টগ্রাম দলও ভালো অবস্থানে থাকবে বলে আশাবাদী তিনি।


তরুণদের প্রতি প্রত্যাশা নিয়ে শুভাগত বলেন, 'তামিম, দিপু, শহিদুল, আল আমিনদের মতো তরুণ খেলোয়াড় আছে; সব মিলিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই সবার ভূমিকাটা জানে, সবাই সবার ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।'



এবারের বিপিএলে তুলনামূলক ভালো উইকেটে খেলা আয়োজনের আশ্বাস বিসিবি। যদি প্রত্যাশামাফিক উইকেট হয় তাহলে মিরপুরের উইকেটে ১৬০-১৭০ রানই জয়ের জন্য যথেষ্ট হবে। গত বিপিএলে ডেথ ওভারে দুর্বলতা থাকলেও এবার সেটা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করেন তিনি।


তিনি বলেন, 'এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০-১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে। আমরা গেল বার ডেথ ওভারে পেস বোলিংয়ে বেশ স্ট্রাগল করেছি। তো এবার সেভাবে আমরা গোছানোর চেষ্টা করেছি, এবং আমরা ভালো পেস বোলার পেয়েছি, স্পিনারও আছে। তো সে বিষয়টা হয়তো এবার আমরা রিকভার করতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball