বিপিএলের শুরুতে সাইফউদ্দিনকে পাচ্ছে না বরিশাল

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
'১৫০ শতাংশ ফিট হয়ে বিপিএলে ফিরবেন সাইফউদ্দিন'
১৪ ডিসেম্বর ২৪
বেশ কয়েক বছর ধরেই পিঠের চোটে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। কখনো ফিট হয়ে মাঠে ফেরেন, আবার পুরনো ব্যথা বাড়লে ছিটকে যান মাঠ বাইরে। মাঝে চিকিৎসা করাতে গিয়েছিলেন কাতারেও। কথা ছিল, ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন এই অলরাউন্ডার। কিন্তু বিপিএলের শুরুতে ফেরা ??চ্ছে না সাইফউদ্দিনের।
চোটের কারণে ২০২৩ বিপিএলে খেলতে পারেননি সাইফউদ্দিন। তবে চোটের অবস্থার উন্নতি হওয়ায় আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা তার। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলেও নেয় ফরচুন বরিশাল। কিন্তু এই অলরাউন্ডারের সার্ভিস পেতে ফ্র্যাঞ্চাইজিটির অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত।
বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, চোটের অবস্থার উন্নতি হলেও এখনও পুরোদমে বোলিং ফিটনেসে ফিরতে পারেননি। ম্যাচ ফিটনেস না থাকায় মেডিকেল বিভাগের অনুমতি পাননি এই অলরাউন্ডার। ফলে বিপিএলের শুরুতে বরিশালের হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই তার।

এ ছাড়া জানুয়ারির শেষে আরেকটি রিহ্যাব রয়েছে সাইফউদ্দিনের। বরিশাল দলের সঙ্গে থেকেই এই রিহ্যাব চালিয়ে যাবে তিনি। রিহ্যাবের পর ডাক্তারের অনাপত্তি পত্র পেলেই ফেব্রুয়ারির শুরুতে মাঠে নামতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। কিন্তু ফিটনেসে পাশ না করলে এ বছরের বিপিএলে নাও খেলা হতে পারে তার।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
বিপিএল দিয়ে মাঠে ফেরার জন্য বরিশালের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। বুধবার শের-ই- বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বোলিংও করেছেন তিনি। কিন্তু এসবের মাঝেও বুধবার বিকেল পর্যন্ত সঙ্গে টিম হোটেলে ওঠেননি এই অলরাউন্ডার।
বাংলাদেশের জার্সিতে সাইফউদ্দিনকে শেষবার মাঠে দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। এরপর অবশ্য ঘরোয়া লিগেও খেলেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে ১৯ উইকেট আর ব্যাটে হাতে করেছেন ১১২ রান।
প্রিমিয়ার লিগের পর সাইফ উদ্দিনের নতুন করে পুরোনো ইনজুরি দেখা যায়নি। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে এই অলরাউন্ডারকে দেশের বাইরে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তার মেরুদণ্ডে বিশেষ এক ইনজেকশন দেয়া হয়। এরপর তাকে চার সপ্তাহ বিশেষ কিছু ব্যায়াম করতেও বলে দেয়া হয়।
এর ছয় থেকে আট সপ্তাহ পর অনুশীলন শুরু করার নিয়ম বেঁধে দেয়া হয়। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বোলিং শুরু করেন। তবে ম্যাচ ফিটনেস পুরোদম পেতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে তাকে। এসব জেনেই ড্রাফট থেকে দলে তাকে দলে ভিড়িয়েছিল বরিশাল। আর সাইফউদ্দিন ফিট হয়ে মাঠে ফিরলে তাকে খেলতে হবে শুধু ব্যাটার হিসেবে।