promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে থিকশানা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই

৫ মার্চ ২৫
আফগানিস্তানের জার্সিতে আজমতউল্লাহ ওমরজাই, আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন মাহিশ থিকশানা। আর তাতেই আইসিসির র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই লঙ্কান স্পিনার। সিরিজের শেষ ওয়ানডেতে ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন থিকশানা।


এর আগের ম্যাচে ৩১ রানে ৪ উইকেট। এরপর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে দুটি ও দ্বিতীয় ম্যাচে ২৫ রানে দুটি উইকেট নেন এই স্পিনার। ওয়ানডেতে এক ধাপ এগিয়ে থিকশানার অবস্থান ৮ নম্বরে। তার সঙ্গে যৌথভাবে আট নম্বরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।


ওয়ানডেতে এবারই প্রথম সেরা দশে জায়গা করে নিয়েছেন থিকশানা। এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন এই স্পিনার। ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে স্বদেশী ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে একই অবস্থানে আছেন তিনি।



promotional_ad

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৯ রানে ৭ উইকেট নেয়া হাসারাঙ্গা এগিয়েছেন ২৮ ধাপ। তিনি ৪০ নম্বরে আছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। ৫০ ওভারের ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন পাকিস্তানের বাবর আজম।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

এদিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৬৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। ৭২৬ পয়েন্ট নিয়ে এখনও সবার উপরে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।


লম্বা লাফ দিয়েছেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। তিনি আফগানদের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে দুটি করে উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়েছেন। আর তাতেই ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলা টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্সও উন্নতি করেছেন।


টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন ভারতীয় ওপেনার ইয়াসভি জায়সাওয়াল। তিনি ক্যারিয়ারের প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছিল ৩৪ বলে ৬৮ রানের ইনিংস। তাতেই ৭ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন এই ভারতীয় ব্যাটার।



পাকিস্তানের তারকা ব্যাটার বাবর কিউইদের বিপক্ষে দুই হাফ সেঞ্চুরি করে এগোতে পেরেছেন কেবল এক ধাপ। তার অবস্থান এখন চারে। শীর্ষে তিনে থাকা ব্যাটাররা হলে সূর্যকুমার যাদব, ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা ফিন অ্যালেন ১১ ধাপ উন্নতি করে ১৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। এই ফরম্যাটেও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball